মাথায় আতসবাজি রেখে ফাটাতে গিয়ে ꦐমাথা ফেটে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের মাথুর গ্রামের ঘটনা। মৃতের নাম শুভজিৎ পুরকাইত (২৬)। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে📖 নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
স্থনীয়রা জানান, শনিবার রাতে মাথুর গ্রামে পুজো ছিল। সেই পুজোয় আনন্দ করছিলেন স্থানীয় যুবকরা। কেনা হয়েছিল আতসবাজি। যুুবকরা দল বেঁঝে সেই আতসবাজি ফাটাচ্ছিলেন। এরই মধ্যে শুভজিৎ প💎াইপ সেল মাথায় রেখে ফাটানোর চেষ্টা করেন। বারণ করেন অন্যান্যরা। কিন্তু শোনেননি যুবক। সেলে আগুন দিতেই প্রবল বিস্ফোরণ হয়। মাটিতে লুটিয়ে পড়েন শুভজিৎ। অন্য যুবকরা তাঁর মাথায় হাত দিয়ে দেখেন, রক্তপাত শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। ওই যুবক নিজে মাথায় বাজি রেখেছিলেন, না অন্য কেউ তাঁকে রাখতে প্ররোচনা দিয়েছিল? নিজের মাথায় বাজি রেখে কী ভাবে তাতে আগুন ধরালেন তিনি? তাহলে কি বাজিতে আগুন ধরিয়েছিল অন্য কেউ? ঘটনার পর উৎসবের আনন্দ ম্লান হয়ে গিয়েছে মাথুর গ্রামে। কী ভাবে যুবকের মৃত্যু হল তা জানতে ঘটনাস্থলে উপস্থিত যুবকদের জিজ্ঞ🙈াসাবাদ করছেন তদন্তকারীরা।