আবারও বাড়ল সোনার দাম। গত সপ্তাহের শেষের ꦍদিকে দাম কিছুটা কমার পর ফের উর্ধ্বমুখী হলুদ ধাতুর দর।
আরও পড়ুন : আধারের সঙ্গে প্যান জুড়ে নিন, নয়তো হাজওার টাকা জরিমানা হতে পারে
সোমবারের থেকে এদিন কলকাতায় ১০ গ্রাম পাকা সোনা কিনতে আরও ৫২৫ টাജকা বেশি গুনতে হবে। ৫০০ টাকা বেড়ে মঙ্গলবার ১০ গ্রাম গয়না সোনার দাম দাঁড়িয়েছে ৪০,৫৬০ টাকা। বেড়েছে হলমার্ক সোনার গয়নারও দাম। এদিন ১০ গ্রাম হলমার্ক সোনার গয়না কিনতে খরচ হবে ৪১,১৭০ টাকা। সঙ্গে যোগ হবে জিএসটি।
আরও পড়ুন : New Tax rate vs Old Tax Rate-এই সকল আয়ের ক্ষেত্রে ছাড় পা🏅বেন নয়া করনীতিতেও
একধাক্কায় দাম বেড়েছে রুপোরও। ꦰসোমবার এক কেজি খুচরো রুপোর 💎দাম ছিল ৪৪,৬০০ টাকা। এদিন তা ৭০০ টাকা বেড়েছে।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate with De𒁃ductions- চাকুরিজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা
মঙ্গলবার কলকাতায় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দা𒉰ম কত থাকবে, তা💎 একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪২,৭৫০ টাকা।
• ২২ ক্🌟যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪০,৫৬০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম🔯) - ৪১,১৭০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৫,২০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৫,৩০০ টাকা।