দলীয় সভায় যোগ দিয়ে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের এক নেত্রীর ২ সন্তানের। শুক্🦩রবার রাতে বাঁকুড়ার সিমলিপালের ঘটনা। মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে সিমলিপাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রিয়া লোহারের ২ শিশু সন্তানের। গুরুতর আহত রিয়া ও তাঁর স্বামী কৃষ্ণ লোহার। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে। সম্মিলনী হাসপাতালে ছুটে গিয়েছেন তৃণমূল নেতারা।
আরও পড়ুন: ‘আমার অন্তরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়’, অঝোরে কাঁদলেন প্রার্থী ൲বিশ্বজিৎ দাস
শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী নির্বাচনী কর্মিসভায় যোগদান করতে গিয়েছিলেন রিয়া ও কৃষ্ণ। সঙ্গে ছিল তাঁদের ৫ বছরের ছেলে ও ৩ বছরের মেয়ে। রাতে সিমলিপাল ফেরার সময় প🦩থে তাদের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা ম♑ারে একটি বেপরোয়া ট্রাক। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ৪ জনেই। মুহূর্তের মধ্যে ৫ বছরের ঋষি ও ৩ বছরের তিথিকে পিষে দিয়ে বেরিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেত্রীর ২ সন্তানের।
স্থানীয়রাই উদ্ধার করে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক🀅্যাল কলেজে নিয়ে আসেন। সেখানে শিশু ২টিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রিয়া ও কৃষ্ণ লোহার। ঘাতক ট্রাকটিকে পরে আটক করে পুলিশ। তবে তার চালকের খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: ‘নিখোঁজ’ সাজদা আহমে🃏দ, সন্ধান দিলেই মিলবে ৫ লক্ষ টাকা, পোস্টার 🅷উলুবেড়িয়ায়
খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাকরূদ্ধ সবাই। এই ঘটনায় গভীর রাতে রাস্তায় বেপরোয়া ট্রাকের দাপাদাপি বন্ধ করতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় অভিযোগ দায়ের করে ঘাতক ট্র꧙াকের চালককে খুঁজছে পুলিশ।