পুলিশের বিরুদ্ধে রাস্তায় লরি থামিয়ে টাকা তোলার অভিযোগ নতুন কিছু নয়। এবার লরি তো বটেই মদ্যপ অবস্থায় বাইক, এমনকী সাইকেল পর🌸্যন্ত দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগ উঠল এক উর্দিধারীর বিরুদ্ধে। আর সেই সঙ্গে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের দাসপুর থানার রামগড় চাতাল এলাকার।
আরও পড়ুন: তোলা ꧃চেয়ে পাটুলিতে চিকিৎসককে হুমকি, গ্রেফতার কা♉উন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী
স্থানীয়রা অভিযোগ করেন, বুধবার বিকেলে ঘাটাল মেদিনীপুর সড়কে উর্দিধারী ওই পুলিশ কর্মীর সঙ্গে আরও দুজন যুবক ছিলেন। তারা সকলেই মদ্যপ অবস্থায় রাস্তায় গাড়ি, বাইক, সাইকেল যা পেয়েছেন দাঁড় করিয়ে তোলাবাজি করছেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। ঘটনায় পথচারীরা ওই পুলিশকর্মীর উপর ক্ষেপে যান। শেষ ൲পর্যন্ত পথচারীরা ওই পুলিশ কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ করেন। তাতে চাপে পড়ে তিনি জানান, তিনি মেদিনীপুর পুলিশ লাইনে কর্তব্যরত রয়েছেন। নেশা করার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, ডিউটি ছেড়ে রামগড় চাতাল এলাকায় নেশা কর💟েছেন।
ঘটনার 𝕴খবর পেয়ে সেখানে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। তারা পরিস্🌜থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে অভিযুক্ত পুলিশ কর্মীকে থানায় নিয়ে যায়। তবে তার সঙ্গে থাকা দুই যুবক সেখান থেকে পালিয়ে যায়। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার পুলিশ সুপার।
এদিকে, এদিনই কলকাতায় তোলাবাজির অভিযোগে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে কলকাতায়। অভিযোগ, পুলিশ কর্মীরা এক চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দ♚েখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজি করেন। সেই অভিযোগ পেয়ে বুধবার কড়েয়া থানার পুলিশ দুই উর্ধিধারীকে গ্রেফতার করে। ধৃতরা হলেন কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রথমে বালিগঞ্জ থেকে একটি গাড়ি ভাড়া করেছিলেন। এরপর ওই গাড়ির চালককে ভয় দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা দাবি করেন। তখন ১ লক্ষ ৯৫ হাজার টাকা দিলে চালক মুক্তি পান।এরপরে ওই চালকের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানান। তার পরই কড়েয়া থানা গোয়েন্দা বিভাগে কর্মরত ওই ২ পুলিশ কর্মীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পুরো টাকাটাই উদ্ধার হয়েছে। পুলিশই দুষ্কৃতীদের হাত থেকে সাধারণ মানুষকে নিরপত্ত🍎া দিয়ে থাকে। সে ক্ষেত্রে পুলিশই যদি এভাবে অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ে তাহলে সাধারণ মানুষকে নিরপত্তা দেবে কে? এই দুটি ঘটনায় ফের উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন।