সপ্তম শ্রেণির ছাত্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারির দাবিতে শুক্রবার হুগলির বলাগড়ের একটি স্কꦚুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয়রা। অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। তদন্ত করে পদক্ষেপের আশ্বাস দিয়েছে♈ন প্রধান শিক্ষক।
আরও পড়ুন - ১ কিউসেক মানে কত ক্যুইন্টাল, জানেন কি?
পড়তে থাকুন - উৎসব নয়♕, পুজো হবে, অনুদান ফ𓂃িরিয়ে জানাল আরজি করের নির্যাতিতার পাশের পাড়ার পুজো
ছাত্রীর পরিবারের দাবি, বৃহস্পতিবার হোম ওয়ার্কের খাতা দেখানোর নাম করে ছাত্রীকে ডেকে নেন ওই শিক্ষক। এর পর আপত্তিকরভাবে স্পর্শ করেন ওই ছাত্রীকে। ছাত্রী বাড়ি ফিরে মা-কে সেকথা জা🀅নায়। এর পর বলাগড় থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিღবারের সদস্যরা।
ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁকে অশালীনভাবে অসৎ উদ্দেশে স্পর্শ করেছেন ওই শিক্ষক। এর আগেও একাধিক ছ♌াত্রীর সঙ্গে তিনি এই ধরণের আচরণ করেছেন বলে দাবি🌺 করেন তাঁরা। এমনকী ওই শিক্ষক মত্ত অবস্থায় স্কুলে আসেন বলেও দাবি করেছেন ছাত্রীর অভিভাবকরা।
এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। ছাত্রীর অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন যদিও স্কুলে আসেননি ওই শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। তারা ব্যবস্থা গ্রহণের🍷 আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
আরও পড়ুন - কী ব্যবস্থা নিয়েছেন? বিহারওের ২ ছাত্রকে ওঠবোসের ঘ🥂টনায় মমতার পুলিশকে চিঠি নীতীশদের
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন💟, ঘটনার কথা পরিচালন সমিতিকে জানিয়েছি। স্থানীয় মানুষ ও অভিভাব🅺কদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব। অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক জানিয়েছেন, বৃস্পতিবার সপ্তম শ্রেণির ছেলেমেয়েদের নিয়ে লাইব্রেরি গিয়েছিলাম। সেখানে বইপত্র পড়ছিল সবাই। আমি লাইব্রেরি থেকে স্টাফ রুমে ফিরে শুনি আমার নামে এই রকম অভিযোগ উঠেছে। মেয়েটি আমার নিজের ছেলের বয়সী। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।’