পঞ্চায়েত ভোট দাঁড়িয়েছিলেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন বিজেপির হয়ে। কিন্তু ভোটে হেরে যান তৃণমূল প্রার্থীর কাছে। হঠাৎ বুধবার রাতে কে বা কারা মাছের ভেড়িতে বিষ ঢেলের দিয়েছে। এর ফলে মাছ মরে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কনকন দিঘিগ্রামে আড💞়িয়া পাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কনকন দিঘি গ্রাম পঞ্চায়েতের ২৪৬ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়ে💜ছিলেন সূপর্ণা মণ্ডল। তিনি তৃণমূল প্রার্থী পুষ্পিতা মাঝির কাছে হেরে যান। এলাকায় তাঁদের একটি মাছের ভেড়ি রয়েছে। যে ভেড়িতে কে বা কারা বুধবার রাতে বিষ দিয়ে দিয়েছে। এর ফল প্রচুর মাছ মা💧রা গিয়েছে।
(পড়তে পারেন। Aparna Sen on Poll violence: পঞ্চায়েত ভোট হিংসায় মর্মাহত অপর্ণা সেন, চিঠি পাঠাচ্ছেন মমতা বন্ꦛদ্যোপাধ্যায়কে)
বৃহস্পতিবার সকালে ভেড়ি গিয়ে বিজেপি প্রার্থীর শ্বশুর দেখতে পান জলের উপর প্রচুর মরা মাছ ভেসে রয়েছে। দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছুটে আসেন আশপ💙াশের লোকজন। দোষীদের শাস্তির দাবিতে তাঁরা রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদও জানান।
যদিও বিজেপি প্রার্থী সূপর্ণা মণ্ডল এꦦর জন্য শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলতে নারাজ। তিনি বܫলেন, ‘আমরা পুলিশে অভিযোগ জানাব। পুলিশই খুঁজে বার করবে কে দোষী।’
অন্য দিকে জয়ী তৃণমূল প্রার্থী পুষ্পিতা মাঝি বলেন, ‘দল এমন জঘন্য কাজ করতে পারে না। ভোট যুদ্ধে হার-জিত আছে তাই বলে কাউকে পুকুরে বিষ দিতে হবে এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।’ তবে যে বা যারা করেছে♊, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটাই প্রশাসনের কাছে তিনি আবেদন জানিয়েছেন।
কনকন দিঘি অঞ্চলের অঞ্চল সভাপতি তথা বিজেপি নেতা সুব্রত বর বলেন, ‘এই ঘটনা শাসকদলের প্রতিহিংসামূলক🅷 আচারণ। আমরা চাই পুলিশ অবিলম্বে দোষীদে🎉র গ্রেফতার করুক।’