আজ বুধবার গরু পাচার মামলার শℱুনানি রয়েছে অনুব্রত মণ্ডলের। ঠিক তার আগের দিন মঙ্গলবার সিবিআই অফিসারের দীর্ঘ জেরার মুখে পড়লেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। সিবিআই অফিসাররা অনুব্রত মণ্ডলকে ২০টি প্রশ্ন করেন। আগেরবার সংশোধনাগারে জেরা পর্ব নিয়ে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন সিবিআই অফিসাররা। ১৪ দিনের জেল হেফাজত শেষ হয়েছে। ভার্চুয়াল শুনানির যে আবেদন করা হয়েছিল সংশোধানাগারের পক্ষ থেকে সিবিআই আদালতের ব🀅িচারক তা খারিজ করে দিয়েছেন। সুতরাং আজ, বুধবার আসানসোল সিবিআই আদালতে সশরীরেই হাজিরা দিতে হবে অনুব্রতকে।
ঠিক কী হয়েছিল জেরা পর্বে? সূত্রের খবর, তাঁর সম্পত্তি নিয়ে আগেরবার প্রশ্ন করা হলে, কার্যত রোয়াব দেখিয়ে তাঁর অ্যাকাউন্ট্যান্টের কাছে জিজ্ঞাসা করার পরামর্শ দিয়েছিলেন। তারপরই আসানসোল জেলা আদালতে ছ’জনের বাড়ির সার্চ ওয়ারেন্ট বের করে তল্꧅লাশি করে কার্যত গোটা বীরভূমকে ব্যতিব্যস্ত করেছিল সিবিআই। অনুব্রতর অ্যাকাউন্ট্যান্ট থেকে ঘনিষ্ঠ কাউন্সিলার এবং ব্যবসায়ীও সেই তালিকায় ছিলেন। আর মঙ্গলবার সেই সার্চ থেকে পাওয়া বিস্তর তথ্য অনুব্রত মণ্ডলের সামনে এনে তা নিয়ে একের পর এক কঠিন প্রশ্ন করতে থাকেন তদন্তকারী অফিসার। তবে এবার 🍰বাদশাহী মেজাজ দেখাননি কেষ্ট। অ্যাকাউন্ট্যান্টের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা তথ্য সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলে জানিয়েছেন।
আর কী জানা যাচ্ছে? মঙ্গলবার আসানসোল সংশোধনাౠগারে সায়গল𒁃 হোসেন এবং অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসেন তাঁরা। সিবিআই প্রতিনিধির এক সদস্য প্রথমে সায়গল এবং পরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অনুব্রতর কথা থেকে সিবিআই নতুন কোন সূত্র না 🍒পেলেও, তিনি যে এদিনের জেরা পর্বে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন, এমনটাও বলছে না সিবিআই। দীর্ঘ হেফাজত ভোগের পর কেষ্ট কী সিবিআইকে সাহায্যের পথে হাঁটতে চলেছেন? উঠছে প্রশ্ন। কেষ্ট সিবিআইয়ের প্রতি কিছুটা সদয় হলেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনই কেষ্টর প্রতি সদয় হচ্ছে না।
সিবিআই কী করতে চলেছে? সিবিআই সূত্রে খবর, শেষ ১৪ দিনে গরু পাচার কাণ্ডে যে বিস্তর তথ্য মিলেছে, তা সামনে রেখেই অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির তীব্র বিরোধিতা করবে সিবিআই। তবে🐼 অনুব্রত মণ্ডল আগের তুলনায় নমনীয় ছিলেন। দেখছি, খোঁজ নিচ্ছি, দেখবো— এই সংক্রান্ত উত্তর দিয়েছেন। অর্থাৎ একেবারেই তদন্ত🔯ে অসহযোগিতার যে অভিযোগ উঠছিল এদিন তা কিন্ত হয়নি। তিনি কিছু কিছু প্রশ্নের সাবধানি উত্তর দিয়েছেন।