নিজের গড় ভাঙড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাধিপতি আরাবুল ইসলাম। তাই মুখ্যমন্ত্রীর কাছে পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। দাপুটে এই তৃণমূল নেতার অভিযোগ, দলীয় নেতৃত্বের কাছে এব্যাপারে আবেদন করে কাজ না হওয়াতেই মুখ্যমন্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনে ISFএর জয়ের পর থেকেই উত্তপ্ত ভাঙড়। TMC – ISF সংঘর্ষে রক্তারক্তি, খুনোখুনি সেখানে নিত্যদিনের ঘটনা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚহয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির উন্নয়ন নিয়ে বৈঠক ছিল। বৈঠকে হাজির ছিলেন ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। বৈঠক শেষে সেখানে ব্যাপাক উত্তেজনা ছড়ায়। নওসাদকে বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ ওঠে। এর পরই পঞ্চায়েত সমিতির ভবন ঘিরে ফেলেন ISF সমর্𒊎থকরা। সেখানে দীর্ঘক্ষণ আরাবুল ও তাঁর ছেলে হাকিমুলকে আটক করে রাখা হয়।
সেই ঘটনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন আরাবুল। তিনি বলেন, ‘আমি পুলিশ ও দলীয় নেতৃত্বকে জানিয়েছি। কিন্তু কাজ হয়নি। কাউকে কিছু না জানিয়ে আমার ৩ জন নিরাপত্তারক্ষী বদলে দেওয়া হল। তার বদলে যাদের নিয়োগ ক🌜রা হয়েছে তারা এলাকার চরিত্র সম্পর্কে কিচ্ছু জানে না। কোথায় আমার ওপর হামলা হতে পারে। কোথায় গুলি চালাতে পারে, কোনও ধারণা নেই তাদের। তাই বাধ্য হয়ে কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখেছি।’
বলে রাখি, গত জুলাইয়ে নিরাপত্তার অভাবের ক🐈থা জানান আরাবুলের ছেলে তথা পঞ্চায়েত সমিতির সদস্য হাকিমুল। তখন তাঁর জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। সঙ্গে আরও ২ তৃণমূল নেতাকে পুলিশি পাহারা দেওয়া হয় সেখানে।