কয়েকদিন আগের ঘটনা। পূর্ব মেদিনীপুরের আদালতের নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যানের রড বেঁকিয়ে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে গিয়েছিল দুই আসামী। এদিকে প্রিজন ভ্য়ানের রড বেঁকিয়ে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন ওঠে। এবার সেই অভিযুক্তদের ফের ধরে ফেলল পুলিশ। হলদিয়া⛎র সেন্ট্রাল বাস স্ট্য়ান্ড এলাকা থেকে শনিবার রাতে পুলিশ দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রসঙ্গত এর আগেও ২০১৮ সালে কাঁথির আদালত চত্বরে পুলিশকে বোমা মেরে পালিয়ে গিয়েছিল কর্ণ বেরা নামে এক দুষ্কৃতী। একেবারে ফিল্মি কায়দায় আদালত চত্বর থেকে বোমাবাজি করে পালিয়൩ে যায় সে। ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছিলেন। এনিয়ে রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। পুলিশ অবশ্য পরে কর্ণ বেরাকে গ্রেফতার করে। ফের সেই পূর্ব মেদিনীপুরে আসামী পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে প্রশ্নের মুখে পডꦓ়েছিল পুলিশ।
গত মঙ্গলবারে সকালে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া দুই বিচারাধীন বন্দি বিশাল দাস ও অনিমেশ বেরাকে নিয়ে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তমলুক জেলা আদালতে যাচ্ছিল প্রিজন ভ্যান। এদিকে পুলিশ সূত্রে খবর, সেই প্রিজন ভ্যানটি আদালতে পৌঁছনর ঠিক আগেই জেলাখানা মোড়ের কাছে যানজটে আটকে গিয়েছিল। তখনই সেই প্রিজন ভ্যানের রড বেঁকিয়ে ফাঁক গলে পালিয়ে যায় দুষ্কৃতী। এরপর এই গলি, সেই গলি হয়ে জনতার মাঝে মিশে গিয়েছিল তারা। কিন্তু তবুও সোর্স মারফৎ খবর পেয়ে ফের তাদের গ্রেফতার করল পুলিশ। তারা এই কয়েকদিন কোথায় গা ঢাকা দিয়েছিল, অন্য জেলায় পালিয়ে যাওয়ার🍒 চেষ্টা করছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে।