নিজের খাসতালুক চুঁচুড়ায় এবার বৃদ্ধের ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার অভিয꧂োগ উঠল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের বিরু𒀰দ্ধে। আখন বাজারের এক বৃদ্ধের কাছ থেকে বেশ কয়েক বছর আগে ১৭০০ স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট অয়ন হাতিয়ে নেন বলে অভিযোগ।
দত্ত মার্কেটের মালিক রাধিকা দত্তের দাবি, বেশ কয়েকবছর আগে অয়ন তাঁর কাছে এসে বলেন, আমাকে ফ্ꦗযাটটা দিন। আমি এখন ভাড়া দিতে পারব না। কিছুদিন পরে নগদে ফ্ল্যাট কিনে নেব। এলাকার ছেলের মুখের কথায় বিশ্বাস করে ফ্ল্যাটের চাবি ওর হাতে তুলে দিই। তার পর অয়ন আমারই মার্কেটে একটি কম্পিউটারের দোকান খোলে। তখন আমি ওকে ফ্ল্যাটের দাম মিটিয়ে দিতে বলি। সে জানায়, দ্রুত নগদে ফ্ল্যাটের দাম মিটিয়ে দেবে সে। কিন্তু তার পর ফ্ল্যাটে তালা ঝুলিয়ে গায়েব হয়ে যায় যুবক।
বৃদ্ধ রাধিকাবাবু বলেন, নিজের নামে ফ্ল্যাট নিয়েছিল না বউয়ের নামে তা মনে করতে পারছি না। এমনকী ফ্ল্যাটির রেজি♌স্ট্রেশন হয়েছিল কি না তাও মনে নেই বৃদ্ধের।
টাকা পয়সা না নিয়েই একজনেক ফ্ল্যাট দিয়ে দিলেন? প্রশ্নের উত্তরে বৃদ্ধ বলেন,🦩 এলাকার ছেলে বলে ভালোবেসে দিয়েছিলাম। এরকম অনেককেই দিয়েছি। তারা পরে পয়সা🙈 মিটিয়ে দিয়েছে। কিন্তু এটা যে পাক্কা চিটিংবাজ বুঝিনি।
বর্তমানে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেই ফ্ল্যাট। নিজের ফ্ল্যাট ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন ꧒রাধিকাবাবু।