২০২৬ সালের বꩲিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূল কংগ্রেস নেতাদের উপর হামলা, আক্রমণ বেড়ে যাচ্ছে। কখনও গুলি করে খুন, কখন🧸ও ধারালো অস্ত্র দিয়ে খুন—এসব লেগেই রয়েছে। এবার বহরমপুর এলাকা থেকে উদ্ধার হল বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার অধিকারীর (৬৯) মৃতদেহ। আর তাতেই জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এই সুকুমারবাবু ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা সাংগঠনিক নেতা। যদিও মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করেননি পুলিশ। ওই নেতার দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
কিন্তু এটা যে অস্বাভাবিক মৃত্যু সেটা পুলিশের পক্ষ থেকেই জানা গিয়েছে। বুধবার রানি বাগানের একটি রাস্তা থেকে বর্ষীয়ান ওই তৃণমূল কংগ্রেস নেতার দেহ উদ্ধার হয়। এখন এই ঘটনা থেকে প্রশ্ন উঠছে, এটা খুন নাকি আত্মহত্যা? স্থানীয় সূত্রে খবর, ব্যস্ততম পথে কেউ আত্মহত্যা করে না। আর রানি বাগানেই নিজের বাড়ি সুকুমার অধিকারীর। সেখানে বাড়ি থেকে কিছুটা দূরে এক অভিজা🦩ত হোটেলের পাশে গলিতে সুকুমারবাবুকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর তাতেই সন্দেহ শুরু হয় যে, এই ঘটনার পিছনে অন্য কোনও বিষয় আছে।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার গ্রেফতার, বৃদ্ধার সই জাল করে ১৭ লাখ সাফাই
তাহলে কি ওই হোটেলে গিয়েছিলেন সুকুমারবাবু? কে বা কারা খুন করল? আর সেটা কেউ দেখতেও পেল না? আত্মহত্যা এখানে এসে করবেন কেন? এখানে কেন এসে ছিলেন সুকুমারবাবু? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর ওই হোটেলের সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা চলছে। তবে যেখানে তৃণমূল কংগ্রেস নেতা পড়েছিলেন, সেখানে তাঁর পাশে একটি বোতল পাওয়া গিয়েছে। তাতে একাংꦗশ মনে করছেন,অ্যাসিড খেয়ে আত্মহত্🐈যা করেছেন সুকুমার অধিকারী। যদিও এই মত নিয়ে বিতর্ক আছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মিলবে।
এই অস্বাভাবিক মৃত্যুর জেরে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এই এলাকায় জনপ্রিয় ছিলেন সুকুমার অধিকারী। তাই রাস্তায় পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ চিনতে পারেন। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুকুমার অধিকারী। কদিন আগে তাঁর একটি বড় অপারেশনও হয়। ইদানিং তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। বাজারে বড় অঙ্কের টাকা ধারও হয়ে গিয়েছিল। টাকা শোধ করতে পারছিলেন না। চাপ বাড়তে থাকায় 🦋এমন চরম পদক্ষেপ করে থাকতে পারেন। যদিও এই মৃত্যু অস্বাভাবিক হওয়ার পিছনে রাজনৈতিক সমীকরণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।