👍 শান্তিপূর্ণ জমায়েতের জন্য পুলিশের অনুমতির দরকার নেই। এমনই দাবি করলেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সিপিআইঅএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুক্রবার বর্ধমানে ABTA-র রাজ্য🐽 সম্মেলনে যোগদান করে একথা বলেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশবাবু বলেন, ‘প্রশ্ন না করে মানুষ যে দিন রাস্তায় নামবেন সে দিনই এই রাজত্বের শেষ হবে। ২০১১ সাল থেকে রাজ্যে যেখানে যেখানে নিয়োগ হয়েছে তার প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি আছে। যারা যারা উৎসাহী তারা উপযুক্ত তথ্যপ্রমাণ নিয়ে এলে মামলা করছি। আমরা তো আর মাম🌠লা করতে প🃏ারি না আমরা কারও হয়ে সওয়াল করি। বিকাশ বাবু আরো বলেন, ‘এত দুর্নীতি এ রাজ্যে ঘটছে মুখ্যমন্ত্রী তার কিছুই জানেন না তা হয় না। আমি প্রথম দিন থেকে বলছি মুখ্যমন্ত্রী জড়িত আছেন। তাঁর সচেতন অনুমতিতেই এসব হয়েছে। তদন্ত যদি বাধা না পায় তা হলে মুখ্যমন্ত্রীও তদন্তের আওয়াতায় অবশ্যই আসবেন। তথ্য আমাদের কাছে আছে আমরা তা পেশও করেছি।
এদিন তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলেন, ‘আমাদের সাংবিধানিক অধিকার হচ্ছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জমায়েত করা। এর জন্য কোনও সরকারি অনুমতির দরকার নেই। এরপর থেকে আপনাদের সভা🍨য় পুলꦐিশ অনুমতি না দিলেপুলিশকে আপনারা বলবেন, তোমাকে অনুমতি দেওয়ার অধিকার কে দিয়েছে?