আজ, শুক্রবার হাঁসখালির পথে রওনা দিয়েছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই গণধর্ষণ কাণ্ডে তারা নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে। এখানে চারজন সদস্য রয়েছেন। উত্তরপ্রদেশের ধৌরহারা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিধায়ক তথা বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ–খুনের রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জ🍰েপি নড্ডাকে।
কেন হাঁসখালি যাচ্ছেন তাঁরা? এই বিষয়ে বিজেপির সভানেত্রী মহারাষ্ট্রের খুশবু সুন্দর বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখতে হবে। সঠিক কারণ খুঁজে বের করতে হব🃏ে। তারপর সেই রিপোর্ট জেপি নড্ডার কাছে জমা দেব।’ নদিয়ার হাঁসখালি গণধর্ষণ–খুনের অভিযোগ নিয়ে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় কোথায় যায় সেদিকে নজর রয়েছে সকলের।
আর কী করবেন তাঁরা? এই প্রতিনিধিদল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। এখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। ജপ্রতিবেশীদের সঙ্গে কথা বলবেন বলে খবর। আজ হাঁসখালি রওনা দেওয়ার আগে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য ও উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা। তাঁর অভিযোগ, এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াননি মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই হাঁসখালি কাণ্ডে অভিযুক্তের বাড়ির দরজা ভেঙে নমুনা সংগ্রহ করেছেন সিবিআই প্রতিনিধিদল। এই গণধর্ষণ ও খুনের মামলায় তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। সি🃏বিআই অফিসাররা গ্রামে গেলে তাঁদের কাছে তৃণমূল কংগ্রেস নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন গ্রামবাসীরা। সিবিআইকে সামনে পেয়ে কাতর আবেদন জানান তাঁরা।