শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলতে পারেܫ তৃণমূল, এমনটাই দাবি করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়ায় বিজেপির একটি সভায় বক্তব্য রা🧸খছিলেন বিধায়ক। সেখানেই তিনি বলেন, 'নিয়োগ দুর্নীতির একটি গোড়া আমাদের মহকুমাতেই আছে। তাঁর নাম চন্দন মণ্ডল। তাঁকেꦍ সিবিআই গ্রেফতার করেছে। আগামিদিনে আরও নাম সামনে আসতে পারে। তথ্য প্রমাণ লোপাট করতে চন্দনকে মেরে ফেলা হতে পারে।'
এ ꦫপ্রসঙ্গে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন,'বাংলার সরকারকে আমরা বিশ্বাস করি না। এরা ছলনাময়ী। জেলে এরা লোক ঢোকাতে পারে। আসল চোর সামনে আনতে গেলে এদের সুরক্ষা দিতে হবে।'
সভা থেকে তিনি সিবিআই আধিকারিকদের উদ্দেশে বলেন,'চন্দন মণ্ডলকে সামলে রাখবেন। তাঁকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মের🐬ে ফেলতে পারে তৃণমূল সরকার। তথ্য প্রমাণ লোপাট করার জন্য। তাঁকে জেরা করলে যদি অন্য কোনও নেতার নাম এসে যায়। সে কারণে তাঁকে মেরে ফেলা হত🐠ে পারে।'
বনগাঁ উত্তরের তৃꩲণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি বিধায়কের এই♏ দাবির তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়,'ইডি, সিবিআই ,তাহলে কী করতে আছে। আসলে স্বপন মজুমদারের কোনও কাজ নেই, জনসংযোগ নেই। কুৎসিত, কুরুচিকর কথা বলে কী ভাবে প্রচারে থাকা যায় সেই করছেন ওঁরা।'
প্রসঙ্গত প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের ফেসবুকღ লাইভে উল্লেখ করা 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে শুক্রবার গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে এদিন আর ৬ জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।