তবে কি বেটিং তত্ত্বের দিকেই এগোচ্ছে তপন কান্দু ꦺখুনে সিবিআই তদন্তের গতিবিধি? নিহত কংগ্রেস কাউন্সিলরের বউদিকে সিবিআই ফে🔯র একবার তলব করায় উঠছে সেই তত্ত্বই। সোমবার তপন কান্দুর বউদি বাবি কান্দুকে প্রায় দেড় ঘণ্টা জেরা করেন আধিকারিকরা।
তপন কান্দু খুনে উঠে এসেছিল পরিবারের ভিতরে বেটিংয়ের তত্ত🐓্ব। সিটের দাবি ছিল, নির্বাচনের ফল নিয়ে পরিবারের মধ্যে বেটিংয়ের জেরে ১০ লক্ষ টাকা লেনদেন হয়েছিল তপন কান্দু ও তাঁর দাদার মধ্যে। সেই নিয়েই বিবাদের সূত্রপাত। তবে সেই দাবি মানতে চাননি পরিবারের সদস্যরা।
তপন কান্দু এদিন তাঁর বউদিকে তলব করেন গোয়েন্দারা। সকাল ১০.৩০ মিনিট থেকে ১২টা প𒀰র্যন্ত দেড় ঘণ্টা চলে জেরা। সূত্রের খবর, তাঁকে আর্থিক লেনদেনের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। তবে এব্যাপারে কোনও মন্🌟তব্য করেননি বাবি দেবী।
এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে জেরা করলেন গোয়েন্দꦕারা। এর আগে গত ২২ এপ্রিল তাঁকে জেরা🐼 করেছিল সিবিআই।