অন্নপ্রাশনের অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ছিল আনন্দের পরিবেশ। কিন্তু, কিছুক্ষণের মধ্যಌেই সেই আনন্দ পরিণত হল বিষাদে। যে শিশুকে ঘিরে অন্নপ্রাশনের উৎসব সেই শিশুটির মৃত্যু হল। শ্বাসনালীতে খাবার আটকে প্রাণ হারালো ছয় মাসের শিশু। এমনই মর্মান্🍬তিক ঘটনা ঘটল তুফানগঞ্জের শৈলধুকরি এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে শিশুর পরিবারে। কীভাবে এমনটি ঘটল তা বুঝে উঠতে পারছে না শিশুর পরিবার।
পারিবারিক সূত্রে🥀 জাꦯনা গিয়েছে, মৃত শিশুর নাম অপূর্ব মণ্ডল। কোচবিহারের তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শৈলধুকরি বাসিন্দা এলাকার ওই শিশু বেশ কিছুদিন ধরে সর্দি কাশিতে ভুগছিল। শিশুর পরিবার এর জন্য ডাক্তারও দেখাচ্ছিলেন। তবে তারই মধ্যে শিশুর বয়স ဣ৬ মাস হয়ে যাওয়ায় রীতি মেনে অন্নপ্রাশনের তোরজোর শুরু করেছিল পরিবার। আর অন্নপ্রাশনের সময় ঘটল বিপত্তি। স্থানীয় একটি মন্দিরে গত শুক্রবার মুখে ভাত উপলক্ষ্যে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। প্রসাদের টুকরো মুখে দিতেই শ্বাসকষ্ট শুরু হয় শিশুর। দ্রুত শিশুর অবস্থার অবনতি হয়। এরপর শিশুর পরিবার তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, সেখানে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরেও শেষ রক্ষা করা যায়নি শিশুকে।
অপূর্বর পরিবার জানাচ্ছে, শ্বাসনাল💯ীতে খাবার আটকেই এই ঘটনা ঘটেছে। কিন্তু, শ্বাসনালী থেকജে আটকানো খাবার বের করা গেল না কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও চিকিৎসকদের দাবি, ঘটনার অন্তত আধঘণ্টারও বেশি সময় পর শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। ফলে তাকে বাঁচানোর সময়টুকু তাদের হাতে ছিল না এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ শিশুর মা,বাবা এবং পরিবার। আনন্দের দিনে যে এরকম পরিণতি হবে তা তারা বুঝতে পারেননি।