চুঁচুড়ার খাদিনা মোড়ে বিজেপির মিছিলে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের হামলার ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক ভিডিয়ো। বিজেপির তরফে প্রকাশিত ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে কোনও এক কর্মসূচিতে উপস্থিত অসিতবাবু চি𒆙ৎকার করে ফোনে নিজের দলের ক🅷োনও কর্মীকে নির্দেশ দিচ্ছেন, ‘মিছিল আরম্ভ কর! যেখানে বিজেপি-র ইয়ে আছে অ্যাটাক করে দে…’ এর পরই খাদিনা মোড়ে তাদের মিছিলে হামলা হয় বলে দাবি বিজেপির।
শুক্রবার সন্ধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে চুঁচুড়ার খাদিনা মোড়ে মিছিল করছি বিজেপি। সেই মিছিলে লাঠি নিয়ে হামলা চালান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। লাঠি দিয়ে বিজেপি নেতাকর্মীদের আক্রমণ করতে দে♋খা যায় তাঁকে। বিজেপির অভিযোগ তাদের জেলা সহসভাপতি রাজীব নাগকে ব্যাপক মারধর করা হয়েছে।
এদিন বিজেপির তরফে প্রকাশিত এক ভিডিয়োয় দেখা যাচ🦄্ছে পার্টি অফিসের সামনে বসে ফোনে তারস্বরে চিৎকার করছেন অসিতবাবু। কোনও এক দলীয় কর্মীকে নির্দেশ দিচ্ছেন, ‘মিছিল আ♛রম্ভ কর! যেখানে বিজেপি-র ইয়ে আছে অ্যাটাক করে দে। পাল্টা মিছিল আরম্ভ করে দে। যেদিকে খুশি মিছিল কর’।
বিধায়কের দাবি, মিছিল থেকে তাঁকে ‘চোর’ বলে স্লোগান দিয়েছে বিজেপি। সঙ্গে তৃণমূলের মহিলা সদস্যদের কটূক্তি করেছে তারা। কিন্তু প্রশ্ন হল, বিজেপি সত্যি তাই করে থাকলে থানায় অভিযোগ করতে পারতেন অসিতবাবু। লাঠি নিয়ে হামলা করতে গেলেন কেন? এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চুঁচুড়ার রাজনীতি। সোমবার সেখানে মিছি্লের ডাক দিয়েছে তারা। মিছিলে হাজির থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্ক🐼া টিবꦅ্রেওয়ালের।