বোলপুরে নতুন করে শুরু হচ্ছে এক টাকার চিকিৎসা পরিষেবা। যে পরিষেবা শুরু করেছিলেন পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে সেই পরিষেবা বন্ধ ছিল। চিকিৎসকের মেয়ে এবং কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে প্রয়াত চ𒁏িকিৎসকের চেম্বার🥂ে ফের এই পরিষেবা শুরু হচ্ছে।
সোমবার এই পরিষেবার সূচনা হল। আগামী ১ মার্চ থেকে এই ১ টাকার ক্লিনিক আবার চালু হবে। এই ক্লিনিকের সঙ্গে একটি🐟 প্রদর্শনশালা তৈরি হয়েছে। যেখানে সুশোভন বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত সামগ্রী প্রদর্শিত হবে।
বোলপুরে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে মাত্র ১ টাকার চিকিৎসা শুরু করেন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। দ্রুত জনপ্রিয় হয় তাঁর ক্লিনিক। দেশে-বিদেশে তাঁর নাম ছড়িয়ে পড়ে। মানব সেবায় অনন্য নজিরের জন্য ২০২১ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। সর্বাধ🐎িক রোগী দেখার জন্য তাঁর নাম গিনেস বুক অফ ওর্য়াল্ড রেকডর্সে উঠেছিল।
তাঁর রাজনৈতিক জীবনও ছিল বর্ণময়। কংগ্রেসে যোগ দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্🀅গে সখ্যতা ছিল। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সখ্যতাও পেয়ꦓেছিলেন। ভোটে লড়ে বোলপুরেপর বিধায়ক হন তিনি।
এত কিছু পরে, একদিনের জন্যও বন্ধ যায়নি তাঁর ক্লিনিক। বার্ধক্ꦯযজনিত অসুস্থতা সত্ত্বেও তিনি চিকিৎসা কেন্দ্রে চালিয়ে গিয়েছেন। গত বছর ২৭ জুলাই তাঁর ৮৪ বছর বয়েসে তাঁর প্রয়াণ 🦋হয়।