আরও শক্তি বৃদ্ধি করল 'ইয়াস'। শনিবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা ক্রমশ শক্তি বাড়াবে। তারপর আগামী বুধবার (২৬ ম🍒ে) সন্ধ্যায় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমব✤ঙ্গের সাগরের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। পোর্ট ব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৫৬০ কিলোমিটার, পারাদ্বীপের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৫৯০ কিলোমিটার এবং দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেই গভীর নিম্ꦯনচাপ। তা আরও উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। তারপর সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। সেখান থেকে ইয়াস আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। তারপর অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বুধবার সন্ধ্যায় ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে।
কত বেগে বইবে ঝড়?
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১১ ট্ ৩০ মিনিট নাগাদ ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৮৫ 🃏কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সেদিন রাতে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১০০-১১০ কিমি ঝড় বইবে। কখনও কখনও তা ঘণ্টায় ১২০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে।
বৃষ্টিপাত :
মঙ্গলবার মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বুধবার ঝাড়গ্রাম, মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাও♌ড়া, হুগলি এবং কলকাতার কয়েকটি অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, বর্ধমান♈, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।