দাম্পত্যকলহের জেরে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনায় উত্তর ২৪ পরগনার ঘোলা থানার বিলকান্দা গ্রামপঞ্চায়েতের কর্ণমধুপুরে উত্তেজনা ছড়ায়। আহত বধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামী বিপ্লব ꦑদাসের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তাঁকে খুঁজছে পুলিশ।
আক্রান্ত বধূর মা জানিয়েছেন, বেশ কয়েকবছর ধরে গার্হস্থ🉐 হিংসার শিকার তাঁর মেয়ে জ্যোৎস্না। স্বামী বিপ্লব তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতেন না। এর ফলে ন🔥িজেই কাজ করে উপার্জন করতেন বধূ। কিন্তু তার পরও নিত্যদিন নিপীড়ন চালাতেন বিপ্লব।
সিবিআইয়ের ডাকে এবারও গরহাজির অনুব্রত মণ্ডল, চাইলেন ১৪ দিন সময়
তাঁর দাবি, বুধবার দাম্পত্য কলহ মেটাতে এলাকায় শালিসি সভা ডেকেছিলেন স্থানীয়রা। সেই সভায় যোগ দেওয়ার কথা ছিল বিপ্লব ও জ্যোৎস্নার। তার আগেই সকালে জ্যোৎস্নাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে বিপ্লব। এর পর তাঁকে লক্ষ্য অ্যাসিড ছোড়ে অভিযুক্ত। দ্রুত আহত ♍বধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।
স্থানীয়রা জানিয়েছেন, ওই দম্পতির মধ্যে বিবাদ পুরনো। এই নিয়ে ২ জনের মধ্যে নিত্যদিন কলহ লেগে থাকত। বুধবার তার মীমাংসা করার ব্যবস্থা হয়েছিল। তার আღগে কেন বিপ্লব তাঁর স্ত্রীর ওপর হামলা চালালেন তা জানি না।
জখম চিনা জওয়ানের প্রাণ বাঁচানো ভারতীয় মেডিকও শহিদ হয়েছিলেন গালওয়ান সংঘর্ষে!
ঘটনায় বিপ্লব দাসের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বধূর বাড়ির লোকেরা।🎀 অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে। বিপ্লব দাসকে খুঁজতে তল্লাশি শুরু🐻 করেছেন আধিকারিকরা।