গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বাংলা। সমতলে ৪৫ ডিগ্রির উপরে উঠে গিয়েছে তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গের চা বলয়ের সর্ব💯োচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে। এই তাপমাত্রার তার♏তম্য অবশ্য সহ্য করার ক্ষমতা রয়েছে চা গাছের। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি। এবছর সেভাবে বৃষ্টি না হওয়ার কারণে কার্যত শুকিয়ে যেতে বসেছে চা গাছগুলি। তার জেরে এবার চায়ের উৎপাদন অনেকটাই কমেছে। প্রথম ফ্ল্যাশের পর দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে চায়ের উৎপাদন প্রায় ৫০ লক্ষ কেজি কমেছে। গত মঙ্গলবার একটি পরিসংখ্যান প্রকাশ করে এমনটাই দাবি করেছে চা পর্ষদ।
আরও পড়ুনঃ এবছর কবে থেকে☂ চা পাতা তোলা যাবে না? দিনক্ষণ ঘোষণা করল 𝓰টি বোর্ড
সাধারণত এই সময় দ্বিতীয় ফ্ল্যাশের দেখা পাওয়া যায় চা বাগানগুলিতে। কিন্তু, প্রথম ফ্ল্যাশ ফুরতে চলেছে। বৃষ্টি না হওয়ার কারণ🌜ে চা পাতা একেবারে শুকিয়ে গিয়েছে। গাছগুলির অবস্থাও মৃতপ্রায়ꦏ হয়ে গিয়েছে। চা গবেষণা কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, শীতের পর উত্তরবঙ্গের চা বলয় গড়ে চার দিন বৃষ্টি পেয়েছে। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই মার খেয়েছে চায়ের উৎপাদন।
দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের চা বাগানগ𓆉ুলিতে প্রথম ফ্ল্যাশের উৎপাদন কমেছে অনেকটাই। চা পর্ষদের তথ൩্য অনুযায়ী, গত বছর মার্চে চা উৎপাদন হয়েছিল ২ কোটি ৯০ লক্ষ কেজির কাছাকাছি। তবে এ বছর মার্চের সম্ভাব্য উৎপাদন ২ কোটি ৪০ লক্ষ কেজি, অর্থাৎ গতবারের থেকে ৫০ লক্ষ কেজির কম।
এ বিষয়ে সর্বভারতীয় চা বাগান সꩲংগঠনের বক্তব্য, এতদিনে চা গাছগুলি হয়তো শুকিয়ে যেত। অনেক দিন আগেই মরে যেত। শুধু 🦋জল দেওয়া হচ্ছে বলেই সেগুলি বেঁচে আছে। কিন্তু, তাতে উৎপাদন বাড়ছে না। পাতা উৎপাদনের জন্য বৃষ্টির প্রয়োজন। তাই বৃষ্টির অভাবে উৎপাদনও কমেছে।
টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দাবি, বৃষ্টি না হওয়ার ফলে গাছের পাতা শুক🅘িয়ে যাচ্ছে। তবে এই অবস্থায় চা পাতা আর কতদিন পাওয়া যাবে তা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছে। শুধু তাই নয়, অনেকেই চা বাগান বন্ধের আশঙ্কা করছেন।
চা বাগান পরিচালকদের মতে, বৃষ্টি না হলে দ্বিতীয় ফ্ল্যাশ সমস্যার মুখে পড়বে। কারণ বৃষ্টি না হওয়ার ফলে যেমন গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে তেমনি চা গাছে কীট পোকার আক্রমণও বাড়ছে। তার ফলে উৎপাদন আরও কমে যাচ্ছে। এই অবস্থায় চা পর্ষদ পরিস্থিত♓ি খতিয়ে দেখার পর আগামী দিনে আলোচনায় বসতে পারে বলে জানা গিয়েছে।