🌳 এবার পূর্ব মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। চণ্ডীপুর থানার মগরাজপুর রেলওয়ে ওভারব্রিজের উপর এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক অফিসার–সহ দু’জন। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে খবর মিলেছে। আর সেই রেশ কাটতে না কাটতেই পথ দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের বাস। আজ, সোমবার ভোরে পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে। দুই মেদিনীপুরের পৃথক দুই ঘটনায় এখন আতঙ্ক তুঙ্গে উঠেছে।
𒐪পশ্চিম মেদিনীপুরের পথ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে পর্যটকদের বাস। এই পথ দুর্ঘটনায় আহত হন বাসের চালক, খালাসি–সহ বেশ কয়েকজন। জাতীয় সড়কে পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। আটকে পড়ে বহু গাড়ি। তখন ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেশিয়াড়ি থানার পুলিশ। আর এসে দুর্ঘটনাগ্রস্ত বাসকে উদ্ধার করা হয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যেটা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে ঘটেনি। এই পথ দুর্ঘটনা নিয়ে তুমুল আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতারে নেতা–কর্মীদের মেনুতে বৈষম্য, অভিযোগ অন্দরে
এদিকে পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ কর্মীদের নাম রবীন্দ্রনাথ বারি (৪৪) ও সোমনাথ প্রামাণিক (২৩)। রবীন্দ্রনাথ বারি হলদিয়া থানার এএসআই ছিলেন। তাঁর বাড়ি তমলুক শহরের পায়রাচালিতে। আর সোমনাথ প্রামাণিকের বাড়ি চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর–২ পঞ্চায়েতের খাগদা গ্রামে। তাঁদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সুতরাং এই দুই পুলিশ কর্মীর একসঙ্গে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। কেমন করে এই পথ দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্তে নেমেছে পূর্ব মেদিনীপুর থানার পুলিশ।💜 তবে লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগাতেই এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁদের।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে যে পথ দুর্ঘটনা ঘটেছে সেখানে আহতের সংখ্যা বেশি। কিন্তু নিহতের ঘটনা ঘটেনি। গত ১৮ মার্চ পশ্চিম বর্ধমান থেকে ৬৫ জন যাত্রী পুরী গিয়েছিল। সোমবার বাসে করে ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে। বাসযাত্রী রুবি ভান্ডারি, অরিজিৎ ভান্ডারিরা বলেন,ꦡ ‘পুলিশ পিকআপ ভ্যান টর্চ মেরে দাঁড় করিয়ে দেয়। আর আমাদের চালক গিয়ে ওই পিকআপ ভ্যানে ধাক্কা মারে। চালকের দোষ নেই। উনি গোটা রাস্তাই ভালই চালিয়ে আসছিলেন।’ পক্ষান্তরে রবীন্দ্রনাথ বারি এবং সোমনাথ প্রামাণিক একটি প্রাইভেট গাড়িতে ভূপতিনগর থেকে হলদিয়া ফিরছিলেন। মগরাজপুরে ওই প্রাইভেট গাড়ি বিপরীত দিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যার জেরে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়ি। পথ দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে এএসআইয়ের মৃত্যু হয়। আজ সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমনাথ প্রামাণিকের মৃত্যু হয়।