রাজভবনে আচার্য বিল পড়ে রয়েছে দীর্ঘদিন। জগদীপꩲ ধনখড় রাজ্যপাল থাকার সময় থেকেই এই বিল পড়ে আছে রাজভবনে। এই নিয়ে অধুনা রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও খতিয়ে দেখতে বলা হয়েছিল। কিন্তু এই বিলে তিনি সইও করছেন না, আবার সেটি ফেরতও পাঠাচ্ছেন না। আর তার জেরে এগোতে পারছে না রাজ্য সরকার তথা শিক্ষা দফতর। রাজ্যপাল হিসাব♒ে আজ, শুক্রবার প্রথমবার বাঁকুড়া সফরে এসেছেন সিভি আনন্দ বোস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তিনি। উল্টোদিকে ঝাড়গ্রামে এসেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরও সেখানেই আচার্য বিল নিয়ে সরাসরি রাজ্যপালকে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিকে শহরজুড়ে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার দাবিতে পোস্টার পড়েছিল। তারপর রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর সংঘাতের আবহ তৈরি হয়। নানা মন্তব্🐬য তখ🌌ন ধেয়ে আসে। এই পরিস্থিতিতে রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সারপ্রাইজ ভিজিট লেগেই রয়েছে। তাই বাঁকুড়া সফরে রাজ্যপাল। বাঁকুড়ায় পৌঁছেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সেখানেই তাঁকে আচার্য বিল নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’ এই সঠিক সময়টা কবে? সেটা অবশ্য খোলসা করেননি বড়লাট।
অন্যদিকে আজ শুক্রবার ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ঘুরে দেখেন। আর বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রীনিবাস, আদিবাসী পড়ুয়🍒াদের জন্য একটি স্টাডি রুম এবং একটি মিউজিয়ামের উদ্বোধন করেন। এখানেই ঝাড়গ্রাম জেলার একাধিক কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকও করেন। এমনকী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। তাঁদের দাবিদাওয়া মন দিয়ে শোনেন। তখনই আচার্য বিল নিয়ে সরা꧑সরি রাজ্যপালকে বার্তা দেন ব্রাত্য বসু।
ঠিক কী বলেছেন শিক্ষামন্ত্রী? এই আচার্য বিল নিয়ে এখন নবান্ন–রাজভবন ঠাণ্ডা লড়াই চলছে। তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুরোধ, ‘আমি চাইছি উনি বিলটি খতিয়ে দেখুন। মহামান্য 𒆙𓆉রাজ্যপাল হয় উনি সই করুন। না হলে বিলটা ফেরত পাঠান।’ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রাজ্যপালদের উদ্দেশে নির্দেশ দিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন রাজ্যপালরা রাজ্যের বিল আটকে রাখতে পারবেন না। আর সেই নির্দেশ বা রায়কে সামনে রেখেই এখন বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এখন দেখার রাজ্যপাল ঠিক কি করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলো﷽ড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup