গজরাজের খিদে পেয়েছিল। তাই খাবারের খোঁজে বেরিয়েছিল সে। কিন্তু খুঁজতে খুঁজতে লোকালয়ে এসে হাজির। আর 🐠তাতে আরও ক্ষুধার্ত হয়ে পড়ল গজরাজ। তাই স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে ফেলল হাতি। রবিবার মাঝরাতে মালবাজার ব্লকের গজলডোবায় দুটি হাতি এসে খেল মজুত করে রাখা মিড ডে মিলের তিন বস্তা চাল!
ঠিক কী ঘটেছে স্কুলে? স্থানীয় 🔯সূত্রে খবর, রবিবার মাঝরাতে জঙ্গল থেকে খিদে নিয়ে খাবারের খোঁজে দুটি হাতি হানা দেয় গজলডোবার প্রেমগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ঢুকতে বাধা পাওয়ায় হাতি দুটি স্কুলের চারপাশে ঘোরে। তারপর সরাসরি দেওয়ালে আঘাত করে। তখনই ভেঙে পড়ে। তখন স্কুলের ভিতরে ঢুকে শুঁড় দিয়ে ব🔯ের করে নেয় তিন বস্তা চাল। আর তা খেয়ে আজ সকালে জঙ্গলে চলে যায়।
কী বলছেন স্কুলের শিক্ষক? এই বিষযে স্কুলের শিক্ষক সোমনাথ মল্লিক বলেন, ‘আমি শুনেছি রাতে দুটি হাতি এসে স্কুল ভেঙেছে এবং মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে। তাদের হানার জেরে স্কুলটির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়ালের ইট আলগা হয়ে গিয়েছে। যে কোনও সময় পুরো দেওয়াল ভেঙে পড়তে পারে। তাই দুশ্চিন্তা বাড়ছে🐠।’
এদিকে এই ঘটনায় আতঙ্ক বেড়েছে। বন দফতর সূত্রে খবর, রাতে হাতি হানা দিয়েছিল। সেই পায়ের ছাপ স্পষ্ট। তাই এখানে টহলদারি বাড়ানো হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ আবেদন করলে ক্ষতিপূরণ পাবে। অন্যদিক💯ে গ্রামবাসীরা জানান, সারা বছরই এখানে হাতির অত্যাচার লেগে থাকে। বন দফতরের উচিত আরও নজরদারি বাড়ানো।