জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত নতুন রেললাইন পাতার কাজ এখনও শুরু হল না। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেখানে রেললাইন তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেইমতো ঢাকঢোল পিটিয়ে শিলান্যাসও করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেখানে রেললা♛ইন তৈরির জন্য শিলান্যাস করেছিলেন। কিন্তু, তারপরও রেললাইন পাতার কাজ শুরু হয়নি। এতদিন হয়ে যাওয়ার পরেও কেন সেখানে রেললাইন পাতার কাজ শুরু হল না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জয♌়নগর থেকে রায়দিঘি ꦡপর্যন্ত যে রেল লাইনের কথা ঘোষণা করা হয় তার দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। এই রেল লাইন তৈরি হলে রায়দিঘির পাশাপাশি মথুরাপুর ১, পাথরপ্রতিমা এবং কুলতলি ব্লকের বহু মানুষ উপকৃত হতেন। কারণ বর্তমানে রায়দিঘির কাছাকাছি রেল স্টেশন না থাকার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষদের। এখন রায়দিঘি থেকে সবথেജকে কাছের দিয়ে রেল স্টেশন রয়েছে সেটি হল মথুরাপুর স্টেশন। অথচ রায়দিঘি থেকে মথুরাপুরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ফলে রায়দিঘির মানুষকে ট্রে🍃নে যেতে হলে ২০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।
সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী এবং কৃষকরা কৃ♌ষি জাতীয় পণ্য নিয়ে শহরে যাতায়াত করে থাকেন ট্রেনের মাধ্যমে। কিন্তু রায়দিঘি থেকে ওই স্টেশনে যেতে সময় এবং খরচ দুটোই বেড়ে যাচ্ছে। সেখানে রেললাইন পাতার কাজ শুরু করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। তবে শিলান্যাস হওয়ার পরেও কাজ না হওয়ায় শিলান্যাসের পাথর ভেঙে ফেলা হয়েছে। এখন সেখ📖ানে জঙ্গলে পরিণত হয়েছে।
রেল লাইন পাতার কাজ শুরু না হওয়ায় কেন্দ্রকে কটাক্ষ করেছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘শিলান্যাসের পরেও কাজ হয়নি। মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু শিলান্যাস করেছিলেন, তাই তিনি মুখ্যমন্ত্রীকে এই রেললাইন তৈরির জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন করার আর্জি জানিয়েছেন। অন্যদিকে, রেল লাইন তৈরি না হওয়ার জন্য শাসক দলকে দায়ী করেছেন মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রদ্যোৎ বৈদ্য। তিনি বলেন, ‘রেললাইন পাতার জন্য♚ জমি হস্তান্তরের যাবতীয় তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিতে পারেনি রাজ্য সরকার। শাসকদলের জন্য রায়দিঘির ম𝔍ানুষ বঞ্চিত।’রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা পালটা কেন্দ্রের ‘বঞ্চনাকে’ দায়ী করেছেন।
এই খবরটি আ♔পনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup