সালিশির নামে নির্যাতনের অভিযোগে সোনারপুরের প্রতাপনগর⛄ের তৃণমূল নেতা জামালউদ্দিনকে শুক্রবার রাতে⛄ গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তাকে বারুইপুর আদালতে পেশ করে হেফাজতে নিলেন তদন্তকারীরা। এদিন আদালতে নিরুদ্বেগ দেখায় জামালকে। এমনকী আদালত থেকে বেরনোর সময় যারা তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন - এবার নজরে ২০১৭ প্রাথমিক টেট, সমস্ত🦂 OMR শিট আদালতে প🌄েশের নির্দেশ দিল হাইকোর্ট
পড়তে থাকুন - মাগুর মাছ চাষ করতে তৈরি করেছিলেন সুড়ঙ্গ, নতু💯ন তত্ত্ব খাড়া করল সাদ্দাম সরদার
এদিন আদালত থেকে বেরনোর সময় জামলউদ্দিন বলেন, ‘যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করব। এরা সবা💛ই সরকারি জমি দখল করে বসে রয়েছে। আমি প্রতিবাদ করায় আমাকে ফাঁসানো হয়েছে।’
ওদিকে জামালের বিরুদ্ধে সমীর নস্কর নামে যে ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন তিনি বলেন, তাঁকে গাড়ি চাপা দিয়ে মারার পরিকল্পনা করেছিল জামাল। একটি কল রেকর্ডিং প্রকাশ্যে এনে এই দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর ছেলেকে জামাল অপহরণ করিয়েছিলেন বলে দাবি করেন তিনি। জামাল তাঁর ন༒িজের দাদাকে ২০০৬ সালে কুপিয়ে খুন করেন বলেও দাবি করেন সমীর। তিনি বলেন, এসব অভিযোগ করতে পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি।
আরও পড়ুন - দফতরের গা ছাড়া মনোভাবেই মানিকচকে বিদ্যুৎ বিভ্রাট, ﷽দাবি সাব স্টেশনের অপারেটরে🐼র
জামালের কাণ্ড প্রকাশ্যে আসার পর গা ঢাকা দিয়েছিলেন জামাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ▨তার পর ২ রাত্রি ঘুটিয়ারি শরিফ ও ডানকুনিতে ২ আত্মীয়ের বাড়িতে কাটায় সে। এর পর পুলিশের কাছে আত্মসমর্পণেরও পরিকল্পনা করেছিল সে। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে ফেলে জামাল। সিম বদলে পাকাপাকি গা ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। শুক্রব✱ার রাতে বাসন্তী - সোনারপুর সড়কে মাস্ক পরে ঘোরাঘুরি করছিল জামাল। তা দেখেই সন্দেহ হয় পুলিশকর্মীদের। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি।