অবশেষে রাজ্যে দেখা গেল কালবৈশাখী। ꧅বুধবার বিকেলে দিঘাসহ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে হালকা কালবৈশা൩খী ঝড় বয়ে যায়। ঝড়ের পর কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও।
আরও পড়ুন : আগামিকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন বেরোবে? কোন সময় অনলাইনে দেখাবে? কীভাবে 𝐆দেখবꦏেন?
পড়তে থাকুন : শ𓂃াহজাহানের ভা🐼ই সিরাজের বাড়িতে CBI, তলবের নোটিশ দেওয়ালে সেঁটে এলেন গোয়েন্দারা
সপ্তাহান্তেই যে গত প্রায় ১৫ দিন ধরে দাবদাহের অবসানের সম্ভাবনা রয়েছে তা জানিয়েছিল আবহাওয়া🦄 দফতর। তবে তার আগেই বুধবার বিকেলে দিঘায় হানা দেয় কালবৈশাখী। দমকা হাওয়ারඣ পর শুরু হয় বৃষ্টি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে জানা গিয়েছে। তবে কালবৈশাখীতে এক ধাক্কায় দিঘার তাপমাত্রা কিছুটা কমেছে।
বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি🐟 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকলে শনিবারই উপকূলবর্তী কয়েকটি জেলায় মিলতে পারে কালবৈশাখীর স্বস্তি। এদিনের কালবৈশাখীর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল ওড়িশা উপকূলে𝓀। ক্রমশ তা পূর্ব দিকে অগ্রসর হয়ে দিঘা, মন্দারমণি, হলদিয়া, নামখানা হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
আরও পড়ুন : আবু তালেবের বাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাগে আরও ২টি বিদেশি❀ আগ্নেয়াস্ত্র পেল CBI
বুধবার আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্🐓রি সেলসিয়াস। যা মঙ্গলবারের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আর সম্ভাবনা নেই। তবে বেলা বাড়লে শুষ্ক গরমের মুখোমুখি হতে হবে। কিছু এলাকায় বয়ে যেতে পারে লু।