বসিরহাটের মাটিয়ায় খোঁজ মিলল করোনা রোগীর। আক্রান্ত ২৭ বছরের যুবক কলকাতা লাগোয়া বিধাননগরের দমকল কর্মী। শনিবার তাঁ🌟র লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পর তাঁকে বারাসতের কদম্বগাছির করোনা হাসপাতালে ভর্তি করা হয়। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে যুবকের পরিবার ও🗹 প্রতিবেশী-সহ প্রায় ৫০ জনকে।
জানা গিয়েছে, মাটিয়া থ🦩ানা এলাকার গোবিলা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ২৭ বছর বয়সী যুবক সাত দিন আগে ডিউটি করে বাড়ি ফেরেন। তখন তাঁর লালারসের নমুনা সংগ্রহ করেছিলেন স্বাস্থ্য൲কর্মীরা। শনিবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে তৎপর হয় পুল🎀িশ প্রশাসন। ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মাটিয়া থানার ওসি শুভ্র সান্যাল। যুবকক𓄧ে কদম্বগাছির করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
♔এর পর ওই যুবকের গোটা পরিবারসহ মোট ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ 🔴দেয় প্রশাসন। গোটা এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। আক্রান্তের বাড়ি থেকে ১০০০ ফুটের মধ্যে বসবাস এমন প্রত্যেককে ১৪ দিন বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।
বসিরহাটের মাটিয়ায় খোঁজ মিলল করোনা রোগীর। আক্রান্ত ২৭ বছরের যুবক কলকাতা লাগোয়া বিধাননগরের দমকল কর্মী। শনিবার তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পর তাঁকে বারাসতের কদম্বগাছির করোন🦋া হাসপাতালে ভর্তি করা হয়। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে যুবকের পরিবার ও প্রতিবেশী-স🦂হ প্রায় ৫০ জনকে।
জানা গিয়েছে, মাটিয়া থানা এলাকার গোবিলা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ২৭ বছর বয়সী যুবক সাত দিন আগে ডিউটি করে বাড়ি ফেরেন। তখন তাঁর লালারসের নমুনা সংগ্রহ করেছিল♐েন স্বাস্থ্যকর্মীরা। শনিবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে তৎপর হয় পুলিশ প্রশাসন। ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মাটিয়া থানার ওসি শুভ্র সান্য💜াল। যুবককে কদম্বগাছিꦍর করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
এর পর ওই যꩲুবকের গোটা পরিবারসহ মোট ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। গোটা এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। আক্রান্তের বাড়ি থেকে ১০০০ ফুটের মধ্যে বসবাস এমন প্রত্যেককে ১৪ দিন বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।