গত বছর রানাঘাটে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। সেই ঘটনায় দুষ্কৃতী দলের সঙ্গে পুলিশের রুদ্ধশ্বাস গুলির লড়াই দেখা গিয়েছিল। ডাকাত দলের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন এক পুলিশ অফিসার। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। দিনে দুপুরে সেনকো গোল্ডের আউটলেটে বন্দুক দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটল। আর তাতে বাধা দিতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলির লড়াই চলল বেশ কিছুক্ষণ। ঘটনায় দুষ্কৃতী দলের একজন গুলিবিদ্ধ হয়েছে বল🗹ে জানা গিয়েছে।  🐻;এমন ঘটনাকে কেন্দ্র করে রানিগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: 'তবু স্বস্তি...' জোড়া সোনার দোকানে ডাকাতির🌺 ঘটনায় মুখ খুলল সেনকো
জানা গিয়েছে, রানিগঞ্জে সেনকো গোল্ডের আউটলেটটি অবস্থিত নেতাজি সুভাষ বোস রোডের পাশে। ঘটনাটি ঘটে বেলা সাড়ে ১২ টা নাগাদ। একেবারে ভরা বাজারে অবস্থিত ওই সোনার আউটলেটে সেই সময় ক্রেতাদের ভিড় ছিল। তখনই ৯ জনের দুষ্কৃতী দল হাতে আগ꧂্নেয়াস্ত্র নিয়ে মুখে কাপড় বাঁধ🧔া অবস্থায় হঠাৎ দোকানের ভিতরে ঢুকে পড়ে। সেখানে বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের এক জায়গায় বসায়। এরপরই লুটপাট চালাতে শুরু করে।
এদিকে, ঘটনার খবর পেয়েই রানিগঞ্জ থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ ডাকাতদের ধরার জন্য পৌঁছে যায়। তারপরেই পুলিশের সঙ্গে ডাকাতদলের চলে রোমহর্ষক গুলির লড়াই। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ চলে গোলা গুলি। সবমিলিয়ে প্রায় ২০-২৫ রাউন্ড গুলি দুই পক্ষের মধ্যে বিনিময় হয়েছে বলে জানান স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী জা𝕴নান, একজন পুলিশ অফিসার ডাকাত দলকে লক্ষ্য করে গুলি চালান। পালটা ডাকাতদলও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় দুষ্কৃতী দলের একজন গুলিবিদ্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ঘটনাস্থলে রক্তের দাগ পড়ে থাকতে দেখা গিয়েছে। পুলিশের তৎপরতার ফলে ডাকাত দল কিছুক্ষণের মধ্যেই দোকান ছাড়তে বাধ্য হয়। খবর পাওয়া যাচ্ছে, দুষ্কৃতীদের সঙ্গীরা গুলিবিদ্ধ হওয়া সঙ্গীকে তুলে নিয়ে পালিয়ে যায়।
জানা গিয়েছে, বাস মালিক সংগঠনের নেতা সুদ🌠ীপ রায় এই দোকানের মালিক। তিনি নিজেও ঘটনার সময় দোকানে উপস্থিত ছিলেন বলে অন্য এক বাস মালিক জানান। মনে করা হচ্ছে, ডাকাত দল পাঞ্জাবী মোড় হয়ে নিয়ামতপুর লিথুরিয়া রোড ধরে পুরুলিয়ার দিকে🍬 পালিয়ে গিয়েছে। এদিনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরা সকলেই আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে, এই ঘটনার কিছু পরেই আসানসোলের মহিশীলা চক্রবর্তী মোড়ে প্রকাশ্য দিবালোকে গু𓃲লি চালানোর ঘটনা ঘটে। সেক্ষেত্রে দুষ্কৃতীরা গুলি চালিয়ে রাস্তা থেকেই একটি গাড়ি ছিনতাই করে চম্পট দেয়। এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের একজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 🧜খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।