খাগড়াগড় বিস্ফোরণ–কাণ্ডে জড়িত ৪ জেএমবি (জামাতুল মুজাহিদ্দিন অফ বাংলাদেশ) জঙ্গিকে ৭ বছর সশ্র💝ম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এই রায়ের সঙ্গে দোষীদের ৫ হাজার টাকা করে জরিমা🏅না এবং অনাদায়ে আরও ৫ মাস হাজতবাসের নির্দেশ দিয়েছে কলকাতার নগর দায়রা এনআইএ বিশেষ আদালত। মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন বিচারক প্রসেনজিৎ বিশ্বাস।
২০১৪ সালে দুর্গাপুজোর অষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ–কাণ্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা রাজ্যে। বিস্ফোরণে সাকিল আহমেদ এবং শোভন মণ্ডল নামে দু’জ💛নের মৃত্যু হয়। মামলার তদন্তভার যায় সিআইডি থেকে এনআইএয়ের হাতে। জানা যায়, বিস্ফোরণ–কাণ্ডে জড়িত জেএমবি জঙ্গি গোষ্ঠী। ৩১ জনকে গ্রেফতার করা হয়।
এরই মধ্যে ৪ জঙ্গি নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের নাম জিয়াউল হক, মহম্মদ ইউনিস, মতিউর রহমান ও জাহিরুল শেখ। মঙ্গলবার তাদের কড়া নিরাপত্তায় কলকাতায় এনআইএ বিশেষ আদালতে♕ আনা হয়। তাদের এদিন সাজা শোনা💧ন বিচারক। সাজা কমানোর আবেদন জানিয়েছে ওই ৪ অভিযুক্ত। এদিকে, জানা গিয়েছে, আরও ৩ অভিযুক্তের বিচার প্রক্রিয়া বাকি রয়েছে। আদালত জানিয়েছে, সেই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।