আকাশপথে চক্ক♔র কেটে দামোদরের চরে নামছে হেলিকপ্টার। একটি নয়, দুটি। দু'দিন এই ঘটনার সাক্ষী থাকলেন পূর্ব বর্ধমানের গলসির দাদপুরের বাসিন্দারা। তবে গোটা বিষয়টিকে সাধারণ ঘটনা হিসেবেই দেখছে পুলিশ।
গত শনিবার ঘটেছে। সোমবারও একই ঘটনাই ঘটেছে। দু'দিনই দামোদর নদীর চরে কপ্টার নামতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কী কারণে ওই হেলিকপ্টার দুটি নেমেছিল, তা জানতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তবে তাঁদের বক্🌊তব্য, এই ধরনের ঘটনা কখ💃নও দেখেননি।
শনিবার প্রথম স্থানীয় বাসিন্দারা হেলিকপ্টার দুটিকে নামতে দেখেছিলেন। শনিবারের পর সোমবার এই একই ঘটনাই ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১০ জন লোক কপ্টার থেকে নেমেছিলেন। তাঁরা যখন কথা বলতে যান, তখন কপ্টার থেকে লোকজন নেমে হাত ন𝓰েড়ে আকাশপথে উড়ে চলে যান। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই হেলিকপ্টার দুটি বায়ুসেনার। উল্লেখ্য, যেখানে ওই হেলিকপ্টার দুটি নেমেছে, তার কাছেই পানাগড়ের বায়ুসেনা ঘাঁটি।
পুলিশ সূত্রে খবর, সাধারণত যদি কোনও বিমান ওঠানামা করে♐ পুলিশকে আগে জানানো হয়। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ꦉবায়ুসেনার হেলিকপ্টার নেমেছিল গলসির দাদপুরে দামোদরের বালির চরে। ব্যারাকপুর থেকে উড়েছিল হেলিকপ্টার দুটি। বেছে নেওয়া হয়েছিল জন বসতিহীন ফাঁকা বালির চর। এমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রশিক্ষণের জন্যই নেমেছিল হেলিকপ্টার। তবে হেলিকপ্টার নামার ব্যাপারে আগাম কোনও তথ্য পুলিশের কাছে ছিল না।