মা এবং মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার হল হাওড়ায়। এই রহস্যমৃত্যু নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছ🅘ে। হাওড়ার বসিরুদ্দিন মুন্সি লেন এলাকায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়। কেমন করে পর পর মা–মেয়ের মৃত্যু হয়েছে? তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। তাঁরা একটি ফ্ল্যাটে থাকতেন। আজ, সোমবার এই জোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এটা কি খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়ির আশেপাশে লোকজন ভিড় কর♏তে থাকেন।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার হাওড়ার বসিরুদ্দিন মুন্সি লেনের ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার করা হয় আয়েশা খাতুন (৫৫) এবং তাঁর মেয়ে শারজাহা খাতুন (৩৫) দু’জনের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। সেখানে গিয়ে নানা নমুনা সংগ্রহ করেছে তারা। কেমন করে মা–মেয়ের মৃত্যু হল? তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত আয়েশার কয়েক বছর আগে বিবা♏হবিচ্ছেদ হয়। তারপর মেয়ের সঙ্গেই থাকতেন তিনি। দু’জনে একটি দোকানে কাজ করতেন। গতকাল পর্যন্ত তাঁদের দেখা গিয়েছিল। তারপর রাতে এমন কী ঘটল? আজ সকালে মৃত্যু হল! এটা সবাইকে ভাবিয়ে তুলেছে।
পুলিশ ঠিক কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, আয়েশা খাতুনের দুই মেয়ে। এক মেয়ে তাঁর সঙ্গে থাকেন। আর এক মেয়ে বিবাহিত🉐া। তিনিও হাওড়াতেই কাছে থাকেন। আজ সকালে মা ও বোনের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ মেলেনি। তখন তিনি প্রতিবেশীদের খবর দেন। তাঁরা এসেও অনেক চেষ্টা করে কোনও উত্তর পাননি। তখন পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে এসে দরজা ভেঙে ঢুকতেই সকলে দেখতে পান আয়েশা এবং শারজাহার দেহ পড়ে রয়েছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন: 🐎চিপস–পপকর্ন–স্🦩ন্যাক্স খেল হাতি, মালবাজারে ব্যক্তির স্কুটি থামিয়ে খাবার সাবার
আর কী জানা যাচ্ছে? পুলিশ দরজা ভেঙে দেখেন ঘরের খাটে শুয়ে রয়েছেন শারজাহা। আর মেঝেতে পড়ে রয়েছেন তাঁর মা। দু’জনের শরীরই চাদরে মোড়া ছিল। চিকিৎসক এসে পরীক🦩্ষা করে দেখেন তাঁরা দু’জন মারা গিয়েছে। বিষক্রিয়ার ফলে মৃত্যু হতে পারে মা–মেয়ের বলে মনে করা হচ্ছে। যদিও এটা প্রাথমিক ধারণা পুলিশের। এই মৃত্যুর পিছনে ইঁদুর আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ এখানে প্রচুর ইঁদুরের উৎপাত। ইঁদুর মারার জন্য রাসায়নিক ব্যবহার করতেন আয়েশা ও শারজাহা। তা থেকে বিষক্রিয়া হয়েছে কি না সেটা তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহ দুটির ভিসেরা পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।