তিনটি স্টেশনে স্টপেজ থাকবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, যাত্রাপথে বোলপুর, মালদা এবং বারসো꧑ইয়ে বন্দে ভারতের স্টপেজ থাকবে। তবে ভারতীয় রেলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে স্টপেজের বিষয়ে ঘোষণা করা হয়নি।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস যে চালু হবে, সেই ঘোষণার পর থেকেই স্টপেজ নিয়ে জল্পনা শুরু হ𝐆য়। বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি করা হতে থাকে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রেল সূত্রে খবর মিলেছে যে ৫৬৫ কিলোমিটারের যাত্রাপথে তিনটি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত (দুটি প্রান্তিক স্টেশন ছাড়া)। দুটি স্টেশন হল পশ্চিমবঙ্গের (বোলপুর এবং মালদা টাউন)। অপরটি হল বিহারের (বারসোই)। বর্ধমানে বন্দে ভারতের স্টপেজ থাকছে না বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
তবে উদ্বোধনের দিন অনেক বেশি স্টপেজে দাঁড়াবে ওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, সেদিন একাধিক স্টেশনে দাঁড়ালেও বাণিজ্যিক যাত্রার শুরুর পর থেকে অতগুলি স্টপেজ থাকবে না। উল্লেখ্য, আগামিকাল (শুক্রবার, ৩০ ডিসেম্বর) হাওড়া স্টেশন থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নয়া বছরের পয়লা দিন (২০২৩ সালের ১ জানুয়ারি) ▨থেকে বাণিজ্যিকভাবে ছুটতে শুরু করবে বন্দে ভারত।
বন্দে ভারতে কতগুলি কোচ থাকবে?
চালকদের দুটি কেবিন-সহ মোট ১৬ টি কোচ থাকবে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারতে। দুটি এক্সজিকিউটিভ কোচ থ♛াকবে। বাকিগুলি এমনি চেয়ার কার হতে চলেছেন। প্রতিটি চেয়ার কারের কোচে দুটি সারিতে ৭৮ টি আসন থাকবে। সেইসঙ্গে টেবিল থাকবে। যা বন্দে ভারতের 💞আকর্ষণ হতে চলেছে বলে রেল সূত্রে খবর।
বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত হতে পারে?
এখনও সরকারিভাবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া ঘোষণা করা হয়নি। তবে ওই রুটের যে সবথেকে দামী ট্রেন হতে চলেছে বন্দে𝓰 ভারত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শতাব্দীর থেকে স্বভাবতই ভাড়া বেশি হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারতের চ🌞েয়ার কারে ভাড়া পড়বে ১,৮৫০ টাকার মতো। এক্সিকিউটিভ ক্লাসে ৩,২০০ টাকার মতো ভাড়া হতে পারে।