গ্রামীণ এౠলাকা থেকে প্রায়ই বিষধর গোখরো, চন্দ্রবোড়া, কালাচ সাপ উদ্ধারের কথা শোনা যায়। কিন্তু গৃহস্থ বাড়ির শৌচালয়ে ঘাপটি মেরে আছে বিষধর চন্দ্রবোড়া এটা কল্পনাও করা যায় না। কিন্তু এবার বাস্তবে সেই ঘটনাই ঘটেছে। ফলে সাপের আতঙ্কে নদিয়ায় হুলস্থূল কাণ্ড। গৃহস্থ বাড়ির শৌচালয়ের ভিতর ঘাপটি মেরে বসে ছিল বিষধর চন্দ্রবোড়া। আর তা দেখে আত্মারাম খাঁচা হয়ে যায় পরিবারের।
💫শান্তিপুরে অশান্তির কারণ কী𝓰? স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত মাহেষ্য পাড়ার বাসিন্দা সাধন দাস। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির শৌচালয়ে ঘাপটি মেরে বসে থাকে বিষধর চন্দ্রবোড়া সাপ। সেটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। আর তা দেখে চিৎকার জুড়ে দেন। এরপরেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদফতরে।
এদিকে খবর পাওয়💟া মাত্রই🐓 ঘটনাস্থলে আসে বনদফতরের কর্মীরা। তারপর কিছুক্ষণের চেষ্টায় ওই বিষধর চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। কোথা থেকে এটা শৌচালয়ে এল তা নিয়ে চিন্তায় পড়েছে বনদফতর। এটি সাধারণ কোনও সাপ নয়। আশেপাশে তেমন কোনও ঘন জঙ্গলও নেই। তাহলে সাপটি এল কোথা থেকে? উঠছে প্রশ্ন।
অন্যদিকে এই বিষয়ে বনদফতরের এক আধিকারিক জানান, সাপটি যথেষ্টই বড় আকৃতির। বিষধর চন্দ্রবোড়া সাপকে উদ্ধার 𒊎করা হয়েছে। এখন সেটিকে উপযুক্ত জাඣয়গায় রাখা হয়েছে। পরে কোথাও স্থানান্তর করার কথা ভাবা হবে। এই সাপটি উদ্ধার হওয়ার পরে যথেষ্ট স্বস্তি মিলেছে গোটা পরিবারের। এলাকাবাসী এখানে ভিড় জমান সাপটিকে দেখার জন্য।