ক্লাসে ছাত্রছাত্রীদের চাকু ও ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শন⛎িবার এই ঘটনায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শেরপুর সরকারি প্রাথমিক স্কুলে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। আসে পুলিশও। অভিযুক্ত প্রধান শিক্ষক রঘুুপতি সরদারকে আটক ক๊রে নিয়ে যান পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: শা🌺হজাহান ধরা পড়ছে না কেন? মুখ খুললেন ড♔িজি রাজীব কুমার
অন্যান্য দিনের মতো শনিবারও শেরপুর প্রাথমিক বিদ্যালয়ে চলছিল পঠন পাঠন। দ্বিতীয় ক্লাস চলাকালীন তৃতীয় শ্রেণির ক্লাসে আসেন প্রধান শিক্ষক রঘুপতি সরদার। পড়ুয়ারা জানিয়েছে, কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন রঘুপতি⭕বাবু। শনিবার ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের ভীষণ বকাবকি শুরু করেন তিনি। এর পর হঠাৎই পকেট থেকে চাকু বের করে পড়ুয়াদের শাসাতে থাকেন। আরেক হাতে নেন আরেকটি ধারালো অস্ত্র। আতঙ্কে চিৎকার শুরু করে দেয় পড়ুয়ারা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অভিভাবকদের অন্য ক্লাসের পড়ুয়রা। খবর পেয়ে পড়ি মরি করে স্কুল✱ে ছুটে আসেন অভিভাবকরা। স্কুলে পৌঁছে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ওদিকে অভিভাবকদের দেখেই ক্লাসের দরজা বন্ধ করে দেন প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামসেরগঞ্চ থানার পুলিশ। অভিভাবকদের আশ্বস্ত করে প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যান তাঁরা।
আরও পড়ুন: স্কুলে সরস্বতী পুজো হয়নি কেন? প্রশ্ন করায় পড়ুয়াদের দূর দূর করে তাড়িয়ে দ♔িলেন মত্ত প্রধান শিক্ষক
এক অভিভাবক বলেন, ‘স্কুলে এসে দেখি প্রধান শিক্ষক ছুরি হাতে ক্লাসে ক্লাসে ঘুরে বেড়াচ্ছেন। ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে মনে হয়। এই প্রধান শিক্ষকের বদলি চাই।ꦿ ওনাকে ডাক্তা🐼র দেখানো দরকার।’
অভিযোগ অস্বীকার করে রঘুপতিবাবু বলেন, ‘ছাত্রছাত্রীরা দুষ্টুমি করছিল। তাই তাদের একটু শাসন করছিলাম। ছুরি নিয়ে ভয় দেখানো♌র অভিযোগ ঠিক নয়।’