তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সরꦡ্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে এখন মরিয়া শুভেন্দু–নওশাদ। কারণ রাজনৈতিকভাবে এখন মারাত্মক জনপ্রিয় হয়ে উঠেছে অভিষে💞ক। একের পর এক কর্মসূচিকে সফল করেছেন। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে বারবার জিতে দেখিয়েছে। এমনকী অন্য বিধানসভা এবং লোকসভা কেন্দ্রেও দলীয় প্রার্থীকে জিতিয়েছেন। এই সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে চান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি।
এখানে প্রার্থী হওয়ার একমাত্র লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো। এবার সেই চ্যালেঞ্জ ছুঁড়লেন আইএসএফ বিধায়ক। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল ꦡকংগ্রেসের নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই তিনি প্রাথী হলে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হারবেন এমনই আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকী। তবে আজ, রবিবার এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে এই কথা বলার নেপথ্যে অন্য অঙ্ক দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শনিবার তমলুকের সভা থেকে এমনই একটা দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর রবিবারই নিজের প্রার্থী হওয়ার কথা এবং অভিষে🌞ককে হারানোর কথা বললেন নওশাদ। সুতরাং এখানে একটা আঁতাত দেখতে পাচ্ছেন অনেকে।
ঠিক কী বলেছিলেন শুভেন্দু? শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সভা করেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলেছিলেন। অন্য লোক দাঁড় করিয়🌳ে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে হারানোর কথা বলেছিলেন। এবার একই সুꦕর শোনা গেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়কের গলায়। শনিবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ডহারবারে হারাবো। প্রয়োজনে অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো। বিজেপিকে জেতাব।’
আরও পড়ুন: দূষণ ছড়ানোর অভিযোগ উঠল সুকান্ত মজুমদারের ক্লাবের বিরুদ্ধে, নোটি꧅শ দিল প൲ুরসভা
ঠিক কী বলেছেন নওশাদ? আজ রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকি। আইএসএফ বিধায়ক বলেন, ‘আমি ডায়মন্ডহারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন সাংসদ বানাবো। দল অনুমোদন দিলে আমি ডায়মন্ডহারবার থেকে লোকসভা নির্🌼বাচনের জন্য লড়াই করব। বলা হয় ডায়মন্ডহারবার মডেল। তবে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখতে পেলাম ডায়মন্ডহারবার মডেল কী? ভারতীয় জনতা পার্টি কাকে কোথায় প্রার্থী করবে তাদের দলের নিজস্ব ব্যাপার।’ ২০০৯ সাল থেকে পর পর জিতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবারে।