আলিপুর🍸দুয়ারে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁর ঝরনাবস্তি এলাকায় ঝরনা ঝোরার জলে হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গেল এলাকার রাস্তা। ভেঙে পড়ার মুখে এলাকার পাঁচটি বাড়ি । যার জেরে এলাকಌায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। জীবনের ঝুঁকি নিয়ে ঝোরার পাশ দিয়েই চলছে চলাচল।
জয়গাঁ শহর শুরু হয় ঝরনা বস্তি এলাকা থেকে। সেখানেই বুধবার সকালে আসে হড়🎶পা বান। জলের তোড়ে ভেসে যায় ঝরনা ঝোরার পাশের রাস্তা। ঝরনাবস্তির গার্ড ওয়াল ভেঙে গিয়ে সড়কের সম্পূর্ণ অংশ ঝোরার জলে বিলীন হয়েছে। বুধবার সকালে এলাকায় যান জেডিএ-র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ও সেচ দফতরের আধিকারিকরা । জেডিএ চেয়ারম্যান জানান, পুরো বিষয়টি জেলাশাসককে জানানো হয়েছে। প্রশাসন বিষয়টিতে নজর রাখছে। জেডিএ-র তরফে যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে।
মানিকের দুর্নীতিতে সারদাকাণ্ডের ছায়া, চাঞ্চল্যকর দাবি ইডির
এলাকাবাসীদের মতে, প্রায় পনেরো দিন ধরে ভুটান পাহাড় থেকে জল এসে ক্ষতিগ্রস্ত করছে এলাকা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। ঝোরার জল বেড়েছে জেনেও তার পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী🔯রা। ভিটে মাটি হারানোর ভয় জাঁকিয়ে বসেছে তাদের মনে।