একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর আলিপুয়ারদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা প্রথম উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন। এমনকী বিজেপির🔯 কয়েকজন নেতারা নয়াদিল্লি পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। আর দেখা গিয়েছিল, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি করা জন বারলাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। এবার আবার সেই দাবিকে বাড়তি জোর দিলেন জলপাইগুড়ির বꦕিজেপি সাংসদ জয়ন্ত রায়।
ঠিক কী বলেছেন বিজেপি সাংসদ? এবার এই বিজেপি সাংসদ শুধু পৃথক রাজ্যের দাবিকে জোরাল করলেন। উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ তুলে জয়ন্ত বলেন, ‘আমি তো কখনও বলিনি উত্তরবঙ্গকে ⛄আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। এটা মানুষের দাবি। একটা সমীক্ষা করা হোক না। একটা গণভোট হোক। তাহলেই স্পষ্ট হয়ে যাবে তামাম উত্তরবঙ্গের মানুষ কী চাইছে। বেশিরভাগ মানুষের মতামতকেই গুরুত্ব দেওয়া উচিত।’
ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস? বিꦗজেপি সাংসদের এই বক্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘বিজেপির সাংসদ একꦑজন অর্বাচীন। ওঁর কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। ꧑২০২৪ সালে রেকর্ড ভোটে জলপাইগুড়ি আসনে হারবে বিজেপি। অসম ভেঙে তো এতগুলি রাজ্য হয়েছে। উত্তর–পূর্ব ভারতে কী এমন উন্নয়নের জোয়ার এসেছে? রাজ্যভাগ কখনও সমাধান হতে পারে না।’
আর কী জানা যাচ্ছে? উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলে আসলে তৃণমূল কংগ্রেস সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে বিজেপি। আর সেটা শাসকদল ধরে ফেলায় এখন সেভাবে প্রতিক্রিয়া দিচ্ছে না। এই নিয়ে জয়ন্ত রায় বলেন, ‘স্বাধীনতার আগের কথা তো ছেড়েই দিলাম। স্বাধীনতার পর এতগুলি সরকার গিয়েছে কিন্তু উত্তরবঙ্গের মানুষের বঞ্চনামুক্তি ঘটেনি।’ বিজেপির কয়েকজন নেতাকে বলতে শোনা গিয়েছিল, নয়াদিল্লি নাকি উত্তরবঙ্গ এবং বিহারের একাংশকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার নকশা তৈরি করেছে। এবার তা নতুন করে উস্কে দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। যদিও সম্প্রতি উত🍌্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন, ‘বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে শেষ পর্যন্ত লড়াই কর🙈ব।’