কিছুটা🐬 স্বস্তি আমজনতার। আবারও কমল সোনার দাম। নাভিঃশ্বাস কমিয়ে ৪৩,০০০ টাকার নীচে নেনেছে ﷽১০ গ্রাম পাকা সোনা।
আরও পড়ুন : EPS নিয়মে বদলি, বেশি পেনশন পাবেন ৬ 𒁃লক্ষ EPFO গ্রাহক
শুক্রবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪৩,১৪০ টাকা। এদিন তা কমেছে ১৭৫ টাকা। শুক্রবারের থেকে ১৬𝔍৫ টাকা কমে ১০ গ্রাম গয়না꧒ সোনার দাম দাঁড়িয়েছে ৪০,৭৬৫ টাকা। এদিন ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার জন্য ক্রেতাদের খরচ হবে ৪১,৩৮০ টাকা। সঙ্গে যোগ হবে জিএসটি।
আরও পড়ুন : New Tax Rate vs⛄ Old Tax Rate- EPF ডিডাকশনের নিয়মে বদলি
এদিন﷽ যাঁরা রুপো কিনবেন, তাঁরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। শুক্রবারের থেকে এক কেজি রুপোর দাম একধাক্কায় ১,৪০০ টাকা কমেছে।
আরও পড়ুন :চাকরি বদলেছেন? এবার নিজেই আগের চাকরির Exit D💝at♒e আপডেট করুন EPF অ্যাকাউন্টে
শনিবার কলকাতায় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দাম কত থাꦍকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪২,৯৬৫ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪০,৭🍃৬৫ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোন𓂃ার গয়না (১০ গ্রাম) - ৪১,৩💃৮০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৫,৮০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৫,৯০০ টাকা।