উত্তরবঙ্গে ফের চিতাবাঘের হামলা। রবিবার বিকেলে শিলিগুড়ি লাগোয়া ꦍসুকনা জঙ্গলে চিতাবাঘের হামলায় জখম হলেন ৩ জন। তিনজনকেই হাসপাতালে ভর্তি 💎করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছেন।
সুকনা গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ি এলাকার মালিভিটাতে রবিবার গরু চরাতে গিয়েছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। বিকেলে গরু নিয়ে ফেরার সময় তাদের ওপর হামলা চালা🔯য় একটি চিতাবাঘ। চিতাবাঘের আꦉঁচড়ে কামড়ে আহত হন ৩ জন গোপালক। অন্যরা তাঁদের উদ্ধার করে বসতির কাছাকাছি আনেন। তার পর তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর মধ্যে ১ জনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, রোজই জঙ্গলে গরু চরাতে যান গ্রামের গোপালকরা। তবে এর আগে এরকম হামলার ঘটনা ঘটেনি। বসন্তের শেষে এখন সুকনা জঙ্গলের শালগাছে নেই কোনও পাতা। নিচের জঙ্গলও শুকিয়ে সাফ। তাꦰর পরেও চিতাবাঘ বসতির কাছাকাছি চলে আসায় আশঙ্কায় বাসিন্দারা। এব্যাপারে বনদফতরের তৎপর হওয়া উচিত বলে দাবি করেছেন তাঁরা। অবিলম্বে চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।