লোকসভা নির্বাচন প্রচারে বেরিয়ে প্রতিশ্রুতিতে ভরিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। ৫ বছর আগে ২০১৯- এর লোকসভার প্রচারে গিয়ে হুগলি কেন্দ্রের একটি মন্দির সংস্কারের আশ্বাস দিয়েছিলেন ব🎀িজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু, গত ৫ বছরে ধরে সাংসদ থাকাকালীন তিনি সেই মন্দির সংস্কার করেননি বলেই অভিযোগ। আবার চলে আরও একটি লোকসভা ভোট। এই অবস্থায় আবারও ওই মন্দির সংস্কার করার প্রতিশ্রুতি দিলেন লকেট। এই নিয়ে লকেট চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
আরও পড়ুনঃ ‘জিতলে দিদি নম্বর ১-এ নিয়ে যাবো’ রচনার প্রতিশ্রুতিতে ‘লজ্জা হচ্ছে’&nbs✅p;লকেটের
হুগলির পান্ডুয়া ব্লকের চাঁপাহাটি কলোনিতে রয়েছে রাধাগোবিন্দ মন্দির। এর আগে সেই মন্দির সংস্কারের দাবি জানিয়েছিলেন জানিয়েছিলেন গ্রামবাসীরা। তবে ভোটে জিতে লকেট সাংসদ হলেও মন্দিরটি সেরকমভাবেই পড়ে রয়েছে। মঙ্গলবার সেখানে ভোট প্রার্থনা করতে গিয়েছিলেন লকেট। এরপর তাঁকে সামনে পেয়ে ওই মন্দির সংস্কারের জন্য ফের দাবি জানান স্থানীয়রা। যদিও লকেটের দাবি, এই বারই ওই মন্দির সংস্কারের জন্য গ্রামবাসীরা তাঁর ক💙াছে আবেদন জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এবার তার লোকসভা কেন্দ্রে যতগুলো মন্দির রয়েছে ভোটে জিতলে সেগুলির সংস্কার করবেন।
এদিন সিমলাগড় কালীমন্দিরে লকেট পুজো দেওয়ার পর চাঁপাহাটি কলোনিতে রাধাগোবিন্দ মন্দিরেও পুজো দিতে যান। তখন তাঁকে সামনে পেয়ে সংস্কারের দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে মন্দির কমিটির এক সদস্য জানিয়েছেন, গতবার লোকসভার প্রচারে এসে লকেট চট্টোপাধ্যায় মন্দির সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। তবে সেই মন্দির সংস্কার করা হয়নি। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এনিয়ে আবেদন জানানো হলে তিনি বিষয💧়টি দেখবেন বলে জানিয়েছেন।
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগকে হাতিয়ার করে সরব হয়েছে তৃণমূল। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এগুলি সবই হল ভা♑ঁওতা। ভোট আসলেই বিজেপি নেতারা শুধু প্রত💟িশ্রুতি দেয়। কিন্তু ভোট মিটে গেলে কাজের কাজ কিছুই করেন না। তাদের দেখাও পাওয়া যায় না। এবারও লকেট প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মানুষ ভালো করে জানে কারা কাজ করে আর কারা করে না। এবার সেখানে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন বলেই আশাবাদী ঘাসফুল শিবির।