♒নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে বিএসএফ যে চারটি ভূগর্ভস্থ বাঙ্কারের সন্ধান পেয়েছে, তার পেছনের মাস্টারমাইন্ড বলে সন্দেহ করা হচ্ছে সুশান্ত ঘোষকে।
আমাদের সন্দেহ, সুশান্ত ঘোষ বারাণসীতে লুকিয়ে আছে, যেখান থেকে সে পাচার চালাচ্ছিল। কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার (এসপি) অমরনাথ 📖কে বলেন, 'আমরা সেখানে তার মালিকানাধীন সম্পত্তির নথি পেয়েছি।
গত ২৬ জান🔯ুয়ারি 😼নদিয়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে চারটি ভূগর্ভস্থ বাঙ্কারের সন্ধান পায় বিএসএফ।
এক পুলিশ আধিকারিক বলেন, 'তিনটি বাঙ্ꦚকার সম্পূর্ণ ঝালাই করা স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছিল, একটি ইট ও সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছিল।
পুলিশের সন্দেহ,🌄 সুশান্ত ঘোষ বাংলাদেশে ক্রেতাদের কাছে কাশির সিরাপ পাচার করত, যেখানে ওষুধটি🔥 মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।
'বাঙ্কারগ꧃ুলি গাছ এবং ঝোপঝাড়ে আচ্ছাদিত জমিতে তৈরি করা হয়েছিল। স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে এই জায়গায় লাউডস্পিকারে গান বাজানো হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওয়েল্ডিং মেশিনের শব্দ ঢাকতে লাউডস্পিকার ব্যবহার করা হয়েছিল বলে মনে হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগে জেলা পুলিশ উত্তরপ্রদেশ থেꦺকে আনা ২০ হাজার বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করে একটি চোরাচালান অভিযান বানচাল করার পর থেকেই পলাতক রয়েছে সুশান্ত ঘোষ। গ্রেফতার করা হয় গাড়ির চালকদের, সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
এখানে বসবাসকারী সুশান্ত ঘোষের মাকে জিজ্ঞ⛄াসাবাদ করা হয়েছে। তিনি বলেছিলেন যে তাঁর ছেলের বেশিরভাগ সময় বারাণসী এবং বৃন্দাবনের আশ্রমে কাটায়। সুশান্ত ঘোষের ব্যাঙ্ক রেকর্ড এবং তাঁর স্থানীয় বাড়ি থেকে বাজেয়াপ্ত করা আইনি নথি খতিয়ে দেখে বোঝা যায় যে তিনি চোরাচালান থেকে প্রাপ্ত অর্থ এখানে এবং বারাণসীতে সম্পত্তি কেনার জন্য ব্যবহার করেছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।﷽
তদন্ত যত এগোচ্ছে ততই চোখ কপালে উঠছে পুলিশের। বিএসএফ, পুলিশের চোখে ধুলো দিতে সবরকম ব্যবস্থা করে রাখা হয়েছিল। দিনের পর দিন বাঙ্কার তৈর❀ি করা হয়েছে। সেখানেই রাখা হত নিষিদ্ধ কাফ সিরাপ। আর সেটা একেবারে শক্তপোক্ত বাঙ্কারে।
নদিয়ায় ভারত - বাংলাদেশ সীমান্ত থেকে কিছুটা ভেতরে ভারত ভূখণ্ডের মধ্য়ে হদিশ মিলেছিল এই বাঙ্কারের। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি𝔉 কলেজের কাছে এই বাঙ্কার তৈরি করেছিল পাচারকারীরা। শুক্রবার বিএসএফ এই বাঙ্কার থেকে উদ্ধার করেছে কাশির ওষুধের অসংখ্য বোতল।