আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ফলাফল। এবার ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে পাচ্ছে পড়ুয়ারা꧋। মধ্যশিক্ষা পর্ষদের অফিসি🔯য়াল ওয়েবসাইট , সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে ফল দেখা যাচ্ছে।
কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে?
১)
২)
৩)
৪)
৫)
(কোনও কোনও ওয়েবসাইট খুলতে কখন কখনও সমস্যার মুখ🐻ে পড়তে হতে পারে। বাকি ওয়েবসাইটগুলি থেকে রেজাল্ট দেখে নিতে পারে পড়ুয়ারা।)
কীভাবে মাধ্যমিকের ফলাফল জানা যাবে?
১) বা সাইটে যেতে হবে।
২) 'WBBSE class 🦹10 results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রཧেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার উপায়?
Google Play অথবা www.resultsꦏ.shiksha থেকে 'Madhyamik Result 2021' অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। সেখান থেকে বিনামূল্যেই ফল জানা যাবে।
এমনিতে এবারের মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ১০০ শতাংশ। যা নিঃসন্দেহে অভূতপূর্ব। যদিও তাতে খুব একটা অবাক নয় শিক্ষা মহল। তাঁদের বক্তব্য, করোনাভাইরাস পরিস্থিতিতে একটাও পরীক্ষা হয়নি। পুরোটাই অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে হয়েছে। ফলে পাশের হার যে বৃদ্ধি পাবে, তা স্পষ্ট ছিল। শুধু তাই নয়, এবার মাধ্যমিকে ৭৯ জন প্রথম হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সর্বোচ্চ নম্বর উঠেছে ৬৯৭। গতবার𝕴 সর্বোচ্চ নম্বর ছিল ৬৯৪।