তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ারের প্যা💖রেড গ্রাউন্ড মাঠে তৃণমূলের কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তৃণমূল সুপ্রিমোর সভাকে কেন্দ্র করে এদিন উপচে পড়া ভিড় হয়েছিল আলিপুরদুয়ারের এই সভায়। সূর্যের চড়া রোড উপেক্ষা করেও সেখানে হাজির হয়েছিলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। আর মমতার ভাষণ চলাকালীনই ঘটল বিপত্তি। তীব্র গরমে অসুস্থ হয়ে গেলেন এক তৃণমূল কর্মী। সেই ঘটনা চোখে পড়তেই তৎক্ষণাৎ সেদিকে ছুটে গিয়েꦡ ওই কর্মীকে নিজের জলের বোতল দিয়ে দিলেন মমতা।
সেখানে থাকা অন্যান্য কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে দ্রুত ওই কর্মীর চোখেমুখে জল দেওয়ার পরামর্শ দেন মমতা। পাশাপাশি, ওই কর্মীকে দ্রুত কোনও ডাক্তার দেখিয়ে নেওয়ার পরামর্শ দিলেন দলনেত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে পৌঁছনোর আগেই সেখানে বহু সমর্থক কর্মী সমর্থক এসে পৌঁছে গিয়েছিলেন। মমতা বক্তব্য দেওয়ার সময় মূল মঞ্চের ডান দিকে তীব্র গরমে সংজ্ঞাহীন হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল ওই তৃণমূল কর্মীর। বিষয়টি নজরে আসতেই বক্তব্য থামিয়ে দৌড়ে ওই কর্মীর দিকে ছুটে যান মমতা এবং মঞ্চ থেকে নিজের জলের বোতল সেখানে থাকা অন্যান্য কর্মীদের উদ্দেশে ছুড়ে দেন। মুখ্যমন্ত্রীর মানবিকতা দেখে মুগ্ধ সেখানকার কর্মীসমর্থকরা। মুখ্যমন্ত্রী তখন মাইক হাতে করেই বলেন, ‘প্রবল গরমে-রোদে ডিওহাইড্রেশনের ফলে এরকম হতেꦆ পারে।’
উল্লেখ্য, তিনদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক কাজের পাশাপাশি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পা রাখার আগেই কোচ-কামতাপুর পৃথক রাজ্যের দাবি জানিয়েছে কেএলও। যদিও൩ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ‘কয়েকজন নেতা আমায় ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে।’ তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘যারা ভয় দেখাচ্ছে তাদের বন্দুক ভোঁতা করে দেব।’ এছাড়াও, দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তাই বলে দলটাকে ভুল বুঝবেন না। তৃণমূল না থাকলে কোনও উন্নয়ন হবে না।’