মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফর চলাকালীন জেলায় ব্যাপক বালিপাচার হচ্ছে বল💞ে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের দাবির সমর্থনে একাধিক ভিডিয়ো টুইট করেছেন শুভেন্দুবাবু। অভিযোগ, আদালতের নির্দেশ না মেনে চলছে বালিপাচার। আর এতে জড়িত স্থানীয় তৃণমূল নেতারা।
শুভেন্দুবাবু তাঁর টুইটে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলা সফর করছেন তখন জলপাইগুড়ি জেলায় বেলাগামা বালিপাচার চলছে। দেখুন কী ভাবে রাজগঞ্জ বিধানসভার পাহাড়পুর এলাকা থেকে কী ভাবে তৃণমূল নেতাদের মদতে তিস্তা থেকে বালি চুরি হচ্ছে𒅌।’
আত্মীয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে ৮ কোটি টাকা কীভাবে? ইডির প্রশ্নে বেসামাল মানিক
শুভেন্দুবাবু আরও দাবি করেছেন, ‘এই ধরণের কাণ্ডজ্ঞানহীন কাজের জন্যই হড়পাꦆ বানের মতো পরিস্থিতি তৈরি হয়। যে হড়পা বানে নিহতদের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি গিয়েছেন।’
শুভেন্দুবাবুর দাবি নিয়ে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, বালি তোলার ক্ষেত্রে আদালতের সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। কিন্তু সেই নির্দেশ মানা হয় না। কোথা থেকে কতটা বালি তোলা যাবে। কতগুলো ট্রাক বা ডোজার চলবে তা সবই আদালত বলে ꦕদিয়েছে। এমনকী রাতে কোনও বালি তোলা যাবে না বলেও আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে। কিন্তু সেসব কিছুই মানে না তৃণমূলের মদতপুষ্ট বালিপাচারকারীরা।
ওদিকে তৃণমূলের দাবি, যা হচ্ছে আইন মেনেই হচ্ছে।