কলকাতা মেট্রো রেল সম্প্রসারিত হয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে শহরে। আর এবার ভারতীয় মেট্রো রেলের নয়া দিগন্ত বাংলা থেকেই খুলে যেতে চলেছে। আর তার জেরে বাংলার শিল্পক্ষেত্রে যুক্ত হতে চলেছে গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার দেশের সবচেয়ে আধুনিক মেট্রো কোচ তৈরি হতে চলেছে। যা প্রথমে পাবে মহারাষ্ট্রের পুনে। প্রস্তাবিত এই মেট্রোর কোচ বাংলায় তৈরি হবে। সুতরাং বাংলার যুবক–যুবতীদের সামনে খুলে যাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। বাংলার শিল্পসংস্থা টি🎐টাগড় ওয়াগন এবার থেকে পুনে মেট্রোর কোচগুলি তৈরি করবে। যা তৈরি হবে হুগলি জেলার উত্তরপাড়ায়। ইতালিয়ান ও দেশীয় প্রযুক্তির সংমিশ্রণে তৈরি হবে এই অত্যাধুনিক মেট্রো কোচ। এই উত্তরপাড়ার কাছে কোচ ফ্যাক্টরি হওয়ার কথা। পুনে মেট্রো রেলের যাবতীয় কোচের বরাত পেয়েছে টিটাগড় ওয়াগন।
কদিন আগেই ইতালিতে তৈরি কয়েকটি কোচ বাংলায় এসে পৌঁছেছে। সেগুলির পরীক্ষা নিরীক্ষা চলছে। তারপর ওই ধাঁচেই এবার উত্তরপ🧸াড়ার টিটাগড় ওয়াগন ফ্ল্যাক্টরিতে সেইসব কোচ তৈরি হবে। রেলবোর্ড সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় প্রযুক্তি এবং পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন। ‘ভোকাল ফর লোকাল’ স্লোগানকে সামনে রাখা𒈔 হয়েছে। তাই এবার ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে ব্যাপক প্রচারও চলছে। তবে কলকাতা শহরের জন্য তিনটি রেক এসেছে চিন থেকে। ডালিয়ান রেকগুলি এখন আছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রোপথে। এমন পরিস্থিতিতে পুনে মেট্রোর জন্য বাংলায় রেক তৈরির সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: বসার জায়গা হচ্ছে না সাংসদদের, অতিরিক্ত দুটি ঘর পুরনো সংসদ ভবনে চেয়ে চিঠি তৃণমূলের
এই খবর প্রকাশ্যে আসতেই বাংলার শিল্পমহল আত্মহারা হয়ে পড়েছে। কারণ হুগলি জেলার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগন ফ্যাক্টরিতে নয়া অত্যাধুনিক প্রযুক্তির মেট্রো কোচ তৈরি হলে একদিকে ব্যারাকপুর অপরদিকে হাওড়া–হুগলিতে বিপুল পরিমাণ জেলার ছেলে–মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবে। তাতে বেকার সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করছেন শিল্পমহলের কর্তারা। সূত্রের খবꦑর, দেশে এমন অত্যাধুনিক কোচ আগে কখনও তৈরি হয়নি। এই কোচগুলি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হচ্ছে। এই কোচগুলি সাধারণജ মেট্রো কোচের তুলনায় অনেকটা হালকা এবং অত্যন্ত পরিবেশবান্ধব।
তাছাড়া সংস্থা সূত্রে খবর, এই কোচের ব্যবহারে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। আর এই কোচগুলিতে জায়গাও অনেকটাই বেশি। আমজনতার জন্য হ্যান্ডেল থাকছে অত্যন্ত কাছের উচ্চতায়। যাত্রী সুরক্ষা এই কোচগুলিতে পুরোমাত্রায় থাকছে। আর দরজায় কিছু আটকে গেলে ট্রেন চলবে না। কামরায় থাকছে অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সেই সঙ্গে যাত্রীদের বসার আসন অত্যন্ত আরামদায়ক। নিরাপদে এবং আরামে সফর করতে পারবেন যাত্রীরা। এই কোচগুলিতে হুইল চেয়ার রাখার ব্যবস্থা থাকছে। গোটা কামরা জুড়ে লাগানো থাকবে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। তার মাধ্যমে ট্রেꦿনের ভিতরের ছবি সরাসরি দেখতে পাবেন মোটরম্যানরা। পুনে মেট্রোর কোচের বাইরের রং নীল এবং গোলাপি।