লক আপে বন্দি মৃত্যুর ঘটনায় নবগ্রাম থানার ওসি অমিত কুমার ভকতকে সাসপেন্ড করল প্রশাসন। শনিবার দুপুরে তাঁকে সাসপেন্ডের খবর জানা যায়। এই 🌱ঘটনায় নিহত গোবিন্দ ঘোষের দেহ এদিন দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদ꧑ন্ত হবে। ঘটনায় ওসিসহ অভিযুক্ত পুলিশকর্মীদের সর্বোচ্চ সাজা দাবি করেছে মৃতের পরিবার।
পরিবারের তরফে জানা গিয়েছে, বুধবার চুরির ম🐓ামলায় নাম রয়েছে বলে গোবিন্দবাবুকে বাড়ি থেকে তুলে আনে পুলিশ। জানায় কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। শুক্রবার তাঁরা খবর পান লক আপে পুলিশের মারে গোবিন্দবাবুর মৃত্যু হয়েছে। এর পর থানায় এসে বিক🌳্ষোভ দেখাতে থাকেন পরিবার পরিজনরা। এক সময় থানা লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। গভীর রাতে কাঁদানে গ্যাস ছুড়ে রাস্তা খালি করে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পুলিশের দাবি, শৌচাগারে গিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বন্দি।
শনিবার সকালে জেলা পুলিশের তরফে জানানো হয়, এই ঘটনায় হেফাজতে মৃত্যুর তদন্তের সমস্ত গাইডলাইন মেনে চলা হবে। অভিজ্ঞ চিকিৎকের তত্ত্বাব✨ধানের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। গাইডলাইন মেনে দুপুরে সাসপেন্ড করা হয় ওসিকে। তবে তাঁর জায়গায় কাকে নিয়োগ করা হয়েছে তা এখনো জানা যায়নি।