বিষাদ নামল নদিয়ার জগদ্ধাত্রী পুজোর ভাসানে। মর্ম꧂ান্তিক দুর্ঘটনা বিসর্জনের শোভাযাত্রী চলাকালীন। শোভাযাত্রায় এক গ্যাস বেলুন বিক্রেতার সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। তার কাছেই দাঁড়িয়েছিল একাধিক শিশু। অন্তত তিনজন শিশু এই দুর্ঘটনায় জখম হয়েছে। নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় এলাকার ঘটনা। আহতদের শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই ওই বেলুন বিক্রেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন মেলাতে অতীতেও গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা হয়েছে। তারপরেও কেন নদিয়ার জগদ্ধাত্রী প♈ুজোর বিসর্জনের জমায়েতে ওই সিলিন্ডার নিয়𒐪ে বেলুন বিক্রিতে আপত্তি তোলা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রে খবর, বিসর্জন দেখতে প্রচুর মানুষ ভ🍰িড় জমিয়েছিলেন। চন্দননগরের পাশাপাশি নদিয়াতেও জগদ্ধাত্রী পুজোকে ঘিরে উন্মাদনা থাকে। আর সেই সেই উন্মাদনায় শামিল হতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই। ওই জমায়েতে বেলুন বিক্রি হচ্ছিল। রঙিন বেলুন দেখে বিক্রেতার চারপাশে জড়ো হয়েছিল শিশুর দল। বেলুন ফুলিয়ে একে একে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছিল। আর তখনই ভয়াবহ বিস্ফোরণ। তীব্র আওয়া💫জ। মারাত্মকভাবে জখম হন বেলুন বিক্রেতা। পরে মৃত্যু হয় তার। তিনি ওই সিলিন্ডারের সবথেকে কাছে ছিলেন। এর সঙ্গেই আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনও জখম হন। আচমকা দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য শোভাযাত্রাও থমকে যায়।