বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > North Bengal Durga Puja Tours: ৪ দিনেই উত্তরবঙ্গের মায়াবী ট্যুর, আছে অফবিট জায়গা- কীভাবে ঘুরবেন? রইল প্ল্যানিং

North Bengal Durga Puja Tours: ৪ দিনেই উত্তরবঙ্গের মায়াবী ট্যুর, আছে অফবিট জায়গা- কীভাবে ঘুরবেন? রইল প্ল্যানিং

উত্তরবঙ্গে হারিয়ে যেতে তৈরি তো? (ছবি সৌজন্যে সানিয়া ধর)

North Bengal Tour Durgs: উত্তরবঙ্গের পাহাড়ে হারিয়ে যেতে কার না ভালো লাগে। কিন্তু মাত্র চার-পাঁচদিনে উত্তরবঙ্গে ঘোরা কি সম্ভব? একদম, সেটা সম্ভব। সঙ্গে অফবিট জায়গাও ঘুরে দেখতে পারবেন। আর সেই ট্যুরের পুরো প্ল্যানিং সাজিয়ে দিলেন সানিয়া ধর।

উত্তরবঙ্গের পাহাড়ি হাওয়া, পাহাড়ের মাটির গন্ধ, পাহাড়ি রাস্তার বাঁক - কার না সেই মায়াবী দুনিয়ায় হারিয়ে যেতে ইচ্ছা করে? সম♎্ভবত এমন কোনও বাঙালি নেই, যিনি সেই টান অনুভব করেন না। কিন্তু সময়ের অভাব হয়ত অনেককেই আজও ছবি, ভিডিয়োর আড়ালে সেই মায়াবী পাহাড়ের রূপ দেখে সন্তুষ্ট থাকতে হয়েছে। এখনও পাড়ি দেননি 🎃সেই পথে। তবে স্বপ্নের পাহাড়ের সঙ্গে দেখা করতে যে লম্বা একটা ছুটি লাগবে, সেটা মোটেও নয়। বরং দার্জিলিং ও ঘুমে চুটিয়ে মজা করে লামাহাটার পাইন বন, মিরিকের লেক, গোপালধারা ও পেশকের চা-বাগানেও ঘুরতে মেরেকেটে চার রাতের বেশি লাগবে না।

অর্থাৎ ব্যাগপত্তর গুছিয়ে বুধবার উত্তরবঙ্গগামী ট্রেন ধরে ফেললেই কেল্লাফতে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের সঙ্গে রবিবার জুড়ে নিয়ে অনায়াস✅ে চঞ্চল মনটাকে এক স্নিগ্ধ, শান্ত, নিরিবিলি পরিবেশে, সবুজের আবেশে মিশিয়ে দিতে পারবেন। মনে হবে যে এই মেঘের আনাগোনা চলতে থাকুক। শুধু থেমে যাক সময়। কীভাবে ট্যুর প্ল্যানিং করবেন, রইল সেই সংক্রান্ত যাবতীয় তথ্য। তবে আগে দেখে নিন যে চার বা পাঁচদিনের ট্যুরে কোথায় কোথায় ঘুরবেন?

আরও পড়ুন: Offbeat Darjeeling Puja Tour: ঝকঝকে কাঞ্চনজঙ𒅌্ঘা, পাহাড়ি ঝর্ণা, সব পাবেন কোলাখামে, ঘুরে আসুন এবার পুজোয়

কুয়াশামাখা ঘুম ඣস্টেশনকে কেন্দ্রবিন্দু ধরে এগোলে খুব সহজে মনে একটা ট্যুর প্ল্যানিং গেঁথে নিতে পারবেন। ঘুমের উত্তরে আছে দার্জিলিং। দক্ষিণে আছে সোনাদা এবং কার্শিয়াং। আরও দক্ষিণে শিলিগুড়ি আছে। পশ্চিমে আছে লেপচাজগৎ, শুখিয়া এবং সীমানা। দক্ষিণ-পশ্চিমে মিরিক এবং তাবাকোষি। আর পূর্বে আছে পাইনে মোড়া লামাহাটা, তাগদা, তিঞ্চুলে, রঙ্গারুণ এবং, দাওয়াইপানি।

গোপালধারা চা বাগান, মিরিক, মিরিক লেক, সীমানা ভিউ পয়েন্ট, ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রি, দার্জিলিং, আশপাশের পয়েন্ট, লামাহাটা, রঙ্গারুণ বা দাওয়াইপানি বা তাগদা, তিঞ্চুলে, পেশকের চা বাগান🤪, তিস্তা বাজার, সে𝓰বক। এবার দেখে নিন যে কীভাবে আপনার পুরো ট্যুর সাজাবেন।

<p>বিরিক দ্বারার মায়াবী রাস্তা✱। (ছবি সৌজন্যে সানিয়া ধর)</p>

বিরিক দ্বারার মায়াবী রাস্তা। (ছবি সৌজন্যে সানিয়া ꦦধর)

প্রথম থেকে তৃতীয় দিন

মিরিকের সাজানো পথ ধরে শিলিগুড়ি থেকে সোজা সীমানায় চলে যান। নেপাল সীমান্তে একটা রাত কাটিয়ে নিয়ে পরদিন সকাল-সকাল দার্জিলিঙে চলে আসুন। মোহময়ী লেপচাজগৎ, ঘুম স্টেশন পেরিয়ে চলে আসবেন 'পাহাড়ের রানি'-র কাছে। মনাস্ট্রি, পি💦স প্যাগ𝓰োডা থেকে ম্যালে চলে আসুন। কিছুটা হয়ত ভিড় হবে। কিন্তু দার্জিলিঙে এসে ম্যালে সময় একপাক ঘুরে না গেলে মনটা কেমন-কেমন করবে। তাই ম্যালে হেঁটে ঘুরে-টুরে ডিনার সেরে নিন।

যদি ‘পাহাড়ের রানি’-র জন্য একটা বাড়তি দিন রাখতে চান, তাহলে তো সোনায় সোহাগা। সীমানা থেকে দার্জিলিঙে পৌঁছে টুকিটাকি কেনাকাটি সেরে রাখতে পারেন। তারপর ম্যালের পিছনে পায়ে হেঁটে ঘুরে বেড়ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚান। সন্ধ্যে নামার আগে পর্যন্ত সেখানেই থাকতে পারেন। মনটা একেবারে ভালো হয়ে যাবে। তারপর ডিনার সেরে হোটেলে ফিরে একটা লম্বা ঘুম দিতে পারবেন। তবে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার মাথায় সূর্যকে উঠে দাঁড়ানোর দৃ🗹শ্য দেখার প্ল্যান থাকলে অ্যালার্মটা জলদি দিয়ে রাখতে হবে।

যদি সেই প্ল্যান না থাকে তাহলে সকালের ঘুমটা ভাঙবে পাখির কিচির-মিচিরে। সেই মুহূর্তটা এতটাই মায়াবী লাগে যে মনে হবে আপনার ঘুমটা ভাঙানোর জন্যই পাখিরা যেন ডাকতে শুরু করেছে। আর সেই মায়াবী পরিবেশে♍ ঘুমটা ভাঙার পর রেডি হয়ে পুরো দিনটা দার্জিলিঙে কাটান। পিস প্যাগোডা, রক গার্ডেন, ঘুম মনাস্ট্রি, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের 🍸মতো লোকাল সাইটি-সিয়িং সেরে ফেলুন। বিকেলে সোনালি আভা পাহাড়ের পশ্চিম দিগন্তে মিশে যাওয়ার আগেই আবারও ফিরে আসুন ম্যালের রাস্তায়। পড়ন্ত বিকেলে পাখিদের ডাক, লাইভ গান-বাজনা, গল্প গুজবের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে তৃতীয় দিন (যদি দার্জিলিঙে একদিন থাকেন, তাহলে দ্বিতীয় দিন)।

চতুর্থ ও পঞ্চম দিন

এবার ঘুমের পূর্বদিকে রওনা দিন। পথে বিখ্যাত পার্ক লামাহাটায় নামতে ভুলবেন না। তাছাড়া রঙ্গারুণ, দাওয়াইপানি, তাগদা অথবা তিঞ্চুলে যেতে পারেন। প্রথম দুটি জায়গা এখনও বেশ অফবিটই আছে। তবে তাতে ঘাবড় যাবেন না। কারণ পাহাড়ে যত ভিতরে যাবেন, তত পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হবেন। পাহাড় যেন নিজের আরও কাছে টেনে নেবে। পাহাড় যে🍸ন আরও নিজের রূপ উন্মুক্ত করে দেবে। সেরকম মোহময়ী পরিবেশে হোম স্টে'তে থেকে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডে পাহাড়ের নির্জনতাকে উপভোগ করতে পারবেন। তাই এই চারটি জায়গার মধ্যে এবার একট🙈ি জায়গা ‘মাস্ট’। নিজের পছন্দ মতো ডেস্টিনেশনে সেটা রঙ্গারুণ বা দাওয়াইপানি বা তাগদা বা তিঞ্চুল হোক) পৌঁছে সারাদিন গ্রামে হেঁটে বেড়ান। আর সন্ধ্যায় ঝিঁঝিঁপোকার ডাকের সঙ্গে গরম-গরম স্ন্যাক্স-সহ আড্ডা জমে যাবে।

<p>সিটং। (ছবি সৌজন্যে সানিয়া ধর)</p>

সিটং। (ছবি সৌজন্যে সানিয়া ধর)

কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসবে, তা বুঝতে🔥ও পারবেন না। কিন্তু দূর পাহাড়ের আলো এবং আকাশের তারা-গ্রহ মিলেমিশে একাকার হয়ে রাত বাড়বে, তত ফেরার দিন এগিয়ে আসবে। তাতে মনটা হু-হু করলেও পরদিন তিস্তাবাজার হয়ে সেবকের সবুজ জঙ্গল পেরিয়ে যখন ফেরার পথ ধরবেন, তখন হৃদয়ের এককোণায় পাহাড়ের নামটা চিরকালের মতো খোদাই হয়ে যাবে। যে প্রেমে হাবুডুবু খেতে-খেতে ট্রেনের অপেক্ষা করতে থাকবেন। সঙ্গে প্রতিজ্ঞা করে যাবেন যে আমারও ফিরে আসবেন পাহাড়ের কোলে।

(লেখক পরিচিতি: 'পাহাড় পাহাড় শুধু পাহাড়'- এটাই জীবনের মূলমন্ত্র সানিয়া ধরের। তাঁর মতাদর্শ খুব সহজ, ‘এমনভাবে বাঁচতে হবে, যাতে নিজেই নিজের জীবনের প্রেমে পড়ে যাওয়া যায়।’ আর ঠিক সেটাই করেন তিনি🍸।)

আরও পড়ুন: Kalimpong Puja Tour: রেলি 💞নদীর উপর ঝুলন্ত ব্রিজ, নির্জনতায় ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚমোড়া কালিম্পংয়ের সুন্দরী গ্রাম, রইল ঠিকানা

বাংলার মুখ খবর

Latest News

সিংহ, কন্যা🎃, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকিꩵ কারা? ১৭ এপ্রিল ২০২৫ সালের রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আ⭕জ লাকি রাশি কারা? ১৭ এপ্রিল ২০২৫ রাশিফল✃ রইল সুপার ওভারে RR-কে উড়িয়ে IPL Points Table-এর শীর্ষে উঠে এ🌊♛ল DC, সঞ্জুদের হাল কী? কথা রাখলেন! আরজি কর আন্দোলনে কীসে কত খরচ🎃, কত টাকা অনুদান, হিসেব পেশ জুনিয়রদের শুভকর্মের সময় কখন, অমৃতযোগ ক'টায়? জানꦫুন ৩ বৈশাখের পঞ্জিকা DC-ꦰর নিশ্চিত হারকে জয়ে বদলে দিলেন স্টার্ক, IPL 2025-এর প্রথম সুপার ওভারে ডুবল RR রাজস্থ🐼ানের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জিতে হারানো সিংহাসন ফিরে পেল দিল্লি ছক্কা মারার মূল্য 🍌চোকালেন RR অধিনায়ক, রিটাꦑয়ার্ড হার্ট হয়ে ফিরলেন সাজঘরে সীমান্তে BSFর গুলিতে নিহত পাচারকারী, ভারতীয়কে অপহরণ বাংলাদেশ♍ি দুষ্কৃতীদের আপাতত চাকরি থাকুক 'তাঁদের', বৃহস্পতিবার চাকরিহারা ♕নিয়ে হতে পারে সুপ্রিম শুনানি

Latest bengal News in Bangla

কথা রাখলেন! আরজি কর আন্দোলনে ꦉকীসে কত খরচ, কত টাকা অনুদান, হিসেব 🔯পেশ জুনিয়রদের সীমান্তে BSFর গুলিতে নিহত পাচারকারী, ভার෴তীয়কে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের আপাতত চাকরি থাকুক 'তাঁদের', বৃহস্পতিবার চাকরিহারা নি🐼য়ে হতে পারে সুপ্রিম শুনানি সܫোনার ঝাডুতে মমতা দেবেন ৫ লাখ, জগন্নাথধাম উদ্বোধনে আর কী কী হবে দিঘায়? চলন্ত ট্রেন𒆙ের দরজা🙈 থেকে ঝুঁকেছিলেন যাত্রী, হুগলিতে মাথা কেটে পড়ে গেল নীচে শালবনিতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসের প্রস্তুতি, আসছেন মু𒉰খ্যমন্ত্রী!‌ মুর্শিদাবাদ হিংসায় সিসি ফুটেজে কার ছবি⭕? উসকানি কার? বড় আ𒁏পডেট দিলেন শুভেন্দু আইনজীবী কল্যাণের জোরাল সওয়াল কলকাতা হাইকোর্টে, আটকে গেল শুভেন্দুജর ধুলিয়ান যাত্রা 'কেটে ফেলে দিত ওরা' ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে🦋র সামন♌ে বসে পড়লেন সুকান্ত ‘‌আমার༺ কাজ শান্তিরক্ষার, অনেকের মাথাব্যথা অন্যকিছু 🔜করার’‌, দিঘা নিয়ে সতর্ক মমতার

IPL 2025 News in Bangla

সুপার ওভারে RR-কে ওউড়িয়ে IPL Points Table-এর শীর্ষে উঠে এল DC, সঞ্জুদের হাল কী? রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জিতে হারানো ꩵসিংহাসন ফিরে পেল দিল্লি ছক্কা মারার মূল্🐷য চোকালেন RR অধিনায়ক♒, রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন সাজঘরে তুমি এ🎉টা করতে পারো না… DC ইনিংস চলাকালীন RR অধিনায়ককে সাবধান করেন আম্পায়ার, কেন? আইপিএল ২০২৫-এ বুমরাহ-শামির দিকে বিশেষ নজর রাখছে BCCI! কারণ জানালেন রোহিত শ𒆙র্মা পোড়েলের সঙ্গে ভুল বোঝাবুঝি, রান-আউট হয়ে খেসারত দ꧑িলেন করুণ নায়ার- ভিডিয়ো এক♛ ঝটকায় ৮-১০ কিমি গতি বেড়ে যায়! কীভাবে এমনটা হয়েছিল? কী বললেন ভু𒐪বনেশ্বর কুমার? ৪-৪-৬-৪-৪-১- বাংলার ছেলের হাতে বেদম মার খেলেন RR পেসার, দ্বিতীয় ওভারে 🍃এল ২৩ রান দিগ্বেশদের দিল্লি ছাড়তে বলা হয়েছিল! ববির কঠিন লড়াইয়ের কাহিনি শোনালেন দাদা সান🦩ি IPL-এ গড়াপেটার ছাড়া, দশ দলকেই সতর্ক কর𓆏ল BCCI, সন্দেহ হায়দরাবাদের ব্যবসায়ীকে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88