পাঁশকুড়া থানার সামনে মজুত বাজিতে আগুন। আগুন নেভাতে গিয়ে আহত এক সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘট🎀েছে। আহত সিভিক ভলান্টিয়ারকে পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন🌠 উঠেছে।
থানা সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে পাঁশকুড়ার চিলকা গ্রাম থেকে উদ্ধার হয় প্রচুর অবৈধ বাজি। সেই বাজি মজুত করে রাখা ছিল পাঁ💧শকুড়া থানা চত্বরে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ সেই বাজিতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে শুরু করে থানা সংলগ্ন একটি গুমটির বারান্দা। আগুন লেগে যায় সেখানে রাখা কয়েকটি মোটরবাইকে।
পাঁশকুড🥀়া থানার কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার আগুন নেভাতে তৎপর হন। মোটরসাইকেলগুলি সরানোর চেষ্টা করেন তাঁরা। তখনই বিস্ফোরণ হয় বাজির গাদায়। আহত হন ১ জন সিভিক ভলান্টিয়ার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় পুলিশের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাঁদের প্রশ্ন, কেন থানা চত্বরে দিনের পর দিন মজুত করে রাখা হল বেআইনি বাজি। কেন সেগুলিকে নিষ্ক্রিয় করা হল না? সঙ্গে কোনও সুরক্ষাবিধি না মেনে𝓀 পুলিশকর্মীরা কেন আগুন নেভাতে গেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।